নওগাঁয় ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাপাহারে দুই আম ব্যবসায়ী ও বদলগাছীতে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় হিরন (৩০) ও আব্দুস সালাম (২৫) নামে দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার উপজেলা সদর গোডাউন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ বলেন, নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। অপরদিকে একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে দুই ব্যবসায়ীসহ অন্য যাত্রীরা সাপাহার বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউন পাড়া মোড়ে ব্যাটারিচালিত চার্জার ভ্যানকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে চার্জার ভ্যানে থাকা দুই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রীকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় ভ্যন যাত্রী লাব্বিক হোসেন (৮) শিশু নিহত হয়েছে। শুক্রবার উপজেলার মির্জাপুর এলাকার কুসারমাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ভ্যানচালক মকলেছুর রহমান আহত হয়েছেন। আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে মির্জাপুরের গ্রামের বাড়ি থেকে মকলেছুর রহমান ছেলে লাব্বিককে সাথে নিয়ে ভ্যনে বদলগাছী সদরে যাচ্ছিলেন। এ সময় বদলগাছীগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই লাব্বিকের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়েছে। বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget