নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার উদ্যোগে পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের ফুড প্যালেসে আয়োজিত পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: কামরুজ্জামান।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, মানাধিকার কমিশনের আতাউর রহমান খোকা, উত্তম সরকার, সাধারণ সম্পাদক চন্দন দেব, সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুুদুন নবী বেলাল, মানবিধিকার নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি নূর নাহার সুষমা সাথী, মৌসুমি সুলতানা শান্ত প্রমুখ। এছাড়া মানবাধিকারের বিভিন্ন সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন