নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাড়ে ১২ কেজি ওজনের কষ্টিপাথরের স্বরসতি মূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েনা পুলিশের (ডিবি) সদস্যরা। এছাড়া ১০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এঘটনায় সিরাজুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার হাপানিয়া ইউনিয়নের কুসাডাঙ্গা মন্ডল পাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। সিরাজুল ইসলাম গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, কষ্টিপাথরের মূর্তিটি বিক্রির উদ্যেশে সিরাজুল ইসলাম বাড়িতে নিজ হেফাজতে রেখেছিল। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে কুসাডাঙ্গা মন্ডল পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় সিরাজুল ইসলামের বাড়ি থেকে সাড়ে ১২ কেজি ওজনের কষ্টিপাথরের স্বরসতি মূর্তি ও ১০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার এবং তাকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। আসামী একজন পুরাতন মূর্তি কারবারী সক্রিয় সদস্য। এঘটনা নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন