ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ন স্টাটার্স আদমদীঘিতে ধান ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে ফেসবুকে শেয়ার করে স্টাটার্স দেয়ায় বগুড়া আদমদীঘিতে শফিকুল ইসলাম মাঝি (২৮) নামের এক ধান ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। সে আদমদীঘির নসরতপুর ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের আদম আলী মাঝির ছেলে তার পিতা গ্রামের মসজিদের মোয়াজ্জেম বলে স্থানীয়রা জানান। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়বড়িয়া গ্রামের নসরতপুর বাজারের ওই ধান ব্যবসায়ী শফিকুল ইসলাম মাঝি কয়েক মাস আগে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ন বক্তব্য স্টাটার্স দেয়। ওই সময় ধান ব্যবসায়ী শফিকুল ইসলাম নিজে এ ধরনের কাজ করেনি বলে থানায় একটি জিডি করেন। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করলে গত বুধবার বিকেলে আদমদীঘি বাজার থেকে পুলিশ ধান ব্যবসায়ী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরদিন গতকাল বৃহস্পতিবার বিকেলে শফিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ ওয়াহেদুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানায়, তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর জিজ্ঞাসবাদ শেষে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। তার ফেসবুক আইডি পরীক্ষা নিরীক্ষা জন্য মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফেসবুক আইডি পরীক্ষার পর নিয়মিত মামলা দায়ের করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget