মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে আব্দুল জব্বার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নাটশাল এলাকার “কফিল এন্ড রাজ্জাক এগ্রো লিমিটেড” কারখানায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোয়ানপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কফিল এন্ড রাজ্জাক এগ্রো লিমিটেড কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বার নামে একজন শ্রমিকের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন