নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর: নাটোরের বড়াইগ্রামে উপজেলার দিয়ারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরুল নামে নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন উল্টে গেলে ঘটনাস্থলেই চালক আমিরুল নিহত হন।


অপরদিকে, সকালে একই উপজেলার রেজুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল বলে বলে জানান ওসি দিলিপ কুমার।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget