নওগাঁয় এ বছরে আড়াই ঘন্টায় ৭৬.৫ মিলিমিটার বৃষ্টি হওয়ার রেকর্ড

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ১০ টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় আজ ৭৬. ৫ মিলিমিটার বৃষ্টি হওয়ার রেকর্ড করা হয়েছে। দমকা হাওয়ার সাথে সাথে থেমে থেমে মাঝরি ও ভারি বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পরে। বৃষ্টির সময় আকাশে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতে শহর বা গ্রামের রাস্তাগুলো একেবারে ফাঁকা হয়ে যায়। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়নি। যানবাহন তেমন চলাচল করতে দেখা যায়নি। বৃষ্টির সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।


নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুল হক জানান, আজ শুক্রবার সকালে আড়াই ঘন্টায় প্রায় ৭৬. ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বছর জেলায় অল্প সময়ে এতো সর্বোচ্চ বৃষ্টি হওয়ার রেকর্ড করা হয়েছে। বর্ষার মৌসুমের বায়ু আরো তিন/চার দিনে প্রবাহিত হবে। ফলে মাঝে মধ্যে বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget