হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি গুলিবর্ষণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হলো। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলা ধর্মগড়ের ভদ্রেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধর্মগড়ের ভদ্রেশ্বরী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ৩৪০পিস ইয়াবা ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরে দ্রুত শামীমকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শামীম পুলিশের তালিকভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকের ৮টি মামলাসহ ১১টি মামলা রয়েছে।
এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে, গত ২৩ মে বালিয়াডাঙ্গীর পারুয়া গ্রামের ভেলসা মোহাম্মদের ছেলে আপতাফুল (৩৮), গত ২৬ মে ঠাকুরগাঁও সদরের ছিট ছিলারং গ্রামের মৃত সফিরউদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী মোবারক হোসেন ওরফে কুট্রি (৪৫), গত ৩ জুন ভোরে রাণীশংকৈল উপজেলার ভৌরনিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) এবং হরিপুর উপজেলার শীতলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে হারুন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।
পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন