নওগাঁর ধামইরহাটে ১ সপ্তাহের ব্যবধানে এলপি গ্যাস বোতল প্রতি ১শত থেকে ১২০টাকা বৃদ্ধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১ সপ্তাহের ব্যবধানে এলপি গ্যাসের বোতল ১শত থেকে ১শত ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। রমজানের শেষে ভাগে সরকারী কোন ঘোষনা ছাড়াই এ মূল্য বৃদ্ধিতে গ্রাহকগণ বিপাকে পড়েছেন। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।


জানা গেছে, উপজেলার সর্বত্র এলপি গ্যাস (লিকুয়েন্ট পেট্রোলিয়াম গ্যাস) প্রতি বোতল ১ সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রকার ভেদে ৮শত ৮০ টাকা থেকে ৯শত টাকা দরে বিক্রি হতো। কিন্তু বাজেট ঘোষনার সাথে সাথে প্রত্যেক কোম্পানী প্রতি বোতল গ্যাসের মূল্য ৮০টাকা করে বৃদ্ধি করেছে। ফলে খুচরা বাজারের বর্তমানে ৯শত ৮০ টাকা থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বাজেটে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়নি। পবিত্র রমজানের শেষভাগে কোন কারণ ছাড়াই গ্যাসের মূল্য বৃদ্ধিতে গ্রাহকরা বেকায়দায় পড়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা পবিত্র রমজান মাসে খড়ি ও খড় কুটোতে রান্না না করে একটু আরাম ও স্বাচ্ছন্দে রান্নার উদ্যোগ নিয়েছিল। কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার তাদেরকে আবারও কষ্ট করে খড়ি ও অন্যান্য খড় কুটো দিয়ে রান্না করতে হচ্ছে। এব্যাপারে উপজেলা সদরের দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা কাজল সরকার বলেন,কষ্ট করে হলেও রমজান মাসে ১ বোতল গ্যাস কিনেছিলাম। বর্তমানে গ্যাস শেষ হলেও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে আবারও তার পরিবারকে খড় ও খড়ি দিয়ে রান্নার কাজ করতে হচ্ছে। এব্যাপারে এলপি গ্যাসের ডিলার উপজেলা সদরের সরকার ট্রেডাসের স্বত্বাধিকারী মো. নাজমুল সরকার বলেন, বসুন্ধরা, যমুনা, ওমেরা, নাভানা, জি গ্যাসসহ বিভিন্ন কোম্পানীর প্রতি বোতল এলপি গ্যাস তাদেরকে ৮০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা প্রকারভেদে ১শত থেকে ১শত ২০ টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে গ্যাস বিক্রি করছে। এদিকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় গ্যাস বিক্রেতারা ইচ্ছেমত গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget