রাজাপুরে বিএমএসএফ’র কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএমএসএফ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর উপজেলা শাখার কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কাউন্সিল ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিএমএসএফ জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদার কাউন্সিল উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, সাধারণ সম্পাদক এএইচএম খায়রুল আলম সরফরাজ, অফিসার ইন চার্জ শামসুল আরেফিন, সংগঠনের কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওছার হোসেন, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ বারেক ফরাজি, বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ নলছিটি উপজেলা সভাপতি মিলন কান্তি দাস, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম। রাজাপুর উপজেলা আহ্বায়ক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খাইরুল ইসলাম পলাশ। কাউন্সিলের আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, বিএমএসএফ রাজাপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget