জুন 2018
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট কামরুল মৃধার ভাতিজা হাসান মৃধা ও মাদকের গডফাদার সহীদুল ইসলাম ওরফে সুদল শহীদের একান্ত সহযোগী সবুজ মৃধাকে ১০ পিস ইয়াবা সহ আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ। শুক্রবার রাতে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সদর উপজেলাধীন ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ের বালিঘোনা জোড়পোল নামক স্থান থেকে তাদের আটক করে।


এ বিষয় থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে পুলিশের একটি দল গাভারামচন্দ্রপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান শুরু করে। এক পর্যায় ইউনিয়নের উদচড়া গ্রামের মিজান মৃধার ছেলে হাসান মৃধা ও মানিক মৃধার ছেলে সবুজ মৃধা মটর সাইকেল যোগে নবগ্রাম আসার পথে জোড়পোল নামক স্থানে পুলিশ তাদের গাড়ি গতিরোধ করে। পুলিশ তাদের দেহ তল্লাশি করলে হাসান মৃধার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।

স্থানীয় ভাবে জানাযায়, ঝালকাঠি জেলার উত্তরে আলোচিত মাদক সম্রাট কামরুল বাসার মৃধার আপন চাচাতো ভাই মিজান মৃধার ছেলে হাসান মৃধা। একসময় ঝালকাঠির উত্তর অঞ্চলের মাদক ব্যবসায় অর্থ যোগানদাতা একই গ্রামের জালাল হাওলাদারের ছেলে যুব উন্নয়ন অধিদপ্তরের বানাড়িপাড়া উপজেলা শাখার ৪র্থ শ্রেনীর কর্মচারী মাদকের গডফাদার শহীদুল ইসলাম ওরফে সুদল শহীদের সহযোগীতায় উদচড়া গ্রামের দলিল উদ্দীন মৃধার ছেলে কামরুল মৃধা ও তার ভাই আজাদ বাসার মৃধা ইয়াবা ও গাজার ব্যবসা করতো আর তাদের সহযোগী হিসেবে একই বাড়ির মিজান মৃধার ছেলে হাসান মৃধা, শাহজাহান মৃধার ছেলে তারেক মৃধা, মানিক মৃধার ছেলে সবুজ মৃধা কাজ করেতা। মাদকের গডফাদার সুদল শহীদ ও মাদক সম্রাট নামে খ্যাত কামরুলের যৌথ মাদক ব্যবসার অন্যতম সহযোগী হিসেবে হাসান মৃধা ও শাহজাহান মৃধার ছেলে তারেক মৃধা কাজ করতো। অপর দিকে আরেক সহযোগী সবুজের বসত ঘর থেকে ইয়াবা সেবনের সময় সেবনের সরঞ্জাম বেস কিছু ইয়াবা সহ সবুজ মৃধাকে ঝালকাঠির সদর থানার এএসআই মিঠুন আটক করে। সবুজ জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে অধিক অর্থ আয়ের জন্য এবং মাদক সেবন চালু রাখতে আবারও মাদক ব্যবসায়ীদের সহযোগীতা করতে মটর সাইকেল রেন্টএকার চালানো শুরু করে।

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট শাকিল হাসান (২২) কে ফের গ্রেফতার করেছে। শাকিল সান্তাহার নতুন বাজার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হজরত আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী শাকিল হাসান নতুন বাজার এলাকার এলজি শোরুমের সামনে হেরোইন বিক্রি কালে গোপন সংবাদের ভিত্তিকে তাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সফলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে সেমিনামে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।


“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ; লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের বিষয়ে জনসেচতনতা সৃষ্ঠি এবং জেলা লিগ্যাল এইড অফিস এর আয়োজন করে।


জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও নওগাঁ জেলা ও দায়রা জজ জনাব এ.কে.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার এ,জি,এম মনিরুল হাসান সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন। সেমিনারে জেলার বিজ্ঞ বিচারকবৃন্দ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুল ছাত্রী। শুক্রবার ভোর রাতে শয়ন ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জান্নাত উপজেলার টিএলবি বাজার সংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং সে দশম শ্রেনীর ছাত্রী। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে জান্নাত তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


ওসি আরো বলেন, পরিবারের উপর অভিমান বা জেদের বসবতি হয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তপ‚র্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় পূর্বশত্রæতার জেরে এক দম্পতিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনার সাথে সম্পৃক্ত দুই মুল হোতাকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী দম্পতি উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাবু ও স্ত্রী সুলতানা বেগম। গত ১৫ জুন (শুক্রবার) গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।
আটকরা হলেন, গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ও তার ভাই আনিছুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে গত ১৫ জুন দুপুরে গ্রামের আমিনুর ইসলামের নেতৃত্বে মহির উদ্দিন ও নাসরিন বেগমসহ ১২/১৫ জন নারী-পুরুষ বাবু ও স্ত্রী সুলতানাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এরপর ভুক্তভোগীরা জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভুক্তভোগীরা থানা পুলিশকে না জানিয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করেন।
মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। এরপর থানা পুলিশ ওই গ্রামে গিয়ে বিষয়টি অবগত হয়। সেখান থেকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার (২৭ জুন) রাত ১০ টায় ভুক্তভোগী বাবু বাদী হয়ে ৩৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, শুনেছি দম্পত্তি বাবু তার স্ত্রী সুলতানাকে দিয়ে এলাকায় অনৈতিক কার্যক্রম করত। এ নিয়ে এলাকাবাসীদের সাথে দ্ব›দ্ব হয়। ঘটনাক্রমে এলাকাবাসীরা একত্রিত হয়ে স্বামী-স্ত্রীকে মারপিট করে। তবে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করা ঠিক হয়নি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রæতার জেরে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীরা বিষয়টি থানায় না জানিয়ে আদালতে মামলা করেন। বিষয়টি জানার পর তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনার মুলহোতাসহ দুই আসামীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ঘটনার মূল বিষয়টি জানা সম্ভব হবে।

নওগাঁ প্রতিনিধি: প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নতি করণের লক্ষ্যে নওগাঁয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপূরে নওগাঁ বিএমসি মহিলা কলেজের হল রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহিদ রাব্বানীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাঁধর খান পাঠান ববি, সদস্য আবুল কালাম আজাদ।
অন্যোর মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট শিক্ষক সমিতির সভাপতি আবু রায়হান, বগুড়া শিক্ষক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, রাণীনগর শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, প্রধান শিক্ষক শাহানাজ ফেরদৌস, সহকারি শিক্ষক তন্ময় কুমার ভৌমিক, বকুল হোসেন প্রমূখ।
সমাবেশে প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নতি করণ, সহকারি শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকসহ অন্যান্যে পদে পদান্নতি করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। সমাবেশে জেলা সদরসহ ১১টি উপজেলার প্রায় তিনশ’ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের নাভারনে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সুমি (২৮) নামে এক তরুনী। শুক্রবার সকাল ১০ টার সময় নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার উপর মোটর সাইকেলের পিছন থেকে পড়ে যায়। সুমি নড়াইল জেলার এড়েন্দা গ্রামের কছিম উদ্দিনের মেয়ে।


নাভারন হাসপাতাল সুত্র জানায় সুমি ইন্ডিয়ায় যাওয়ার জন্য তার ভায়ের মোটর সাইকেলে বেনাপোলে যাওয়ার পথে নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার ষ্ট্রিটব্রেকার পার হতে যেয়ে মুখ ছাপড়া দিয়ে পড়ে যায়। এতে তার মাথার সামনের অংশ দুইটি দাত দুই হাত ও গালের একপাশ কেটে গুরুতর আহত হয়।


সুমির ভাই হাবিবর রহমান জানায় সুমির আরো উচ্চ চিকিৎসার জন্য নাভারন হাসপাতাল থেকে তাকে দ্রæত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হবে।


নাভারন পুলিশ ফাড়ির এসআই হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী: রাজশাহীতে নিয়মিত অভিযানে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরের দিকে এদের আদালতে নেয়া হয়। এর আগে বুধবার রাতে জেলা ও নগর পুলিশের বিভিন্ন ইউনিট তাদের এদের গ্রেফতার করে। এদের মধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ৪৫ জন। বাকি ৩৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।


পুলিশ জানায়, নগরীতে গ্রেফতারকৃতদের ২৩ জন গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। এ ছাড়া ৬৫০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ইয়াবা এবং ৬ গ্রাম হেরোইনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য মামলায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।


অন্যদিকে জেলায় গ্রেফতার হন ২৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং ৩ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া ৩০০ বোতল ফেনসিডিল এবং ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) জানিয়েছে, অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৭, চন্দ্রিমা থানা ২, মতিহার থানা ৫, কাটাখালি থানা ৩, বেলপুকুর থানা ১, শাহমখদুম থানা ২, পবা থানা ২, কাশিয়াডাঙ্গা থানা ৩, কর্ণহার থানা ৪, দামকুড়া থানা একজন ও নগর ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।


জেলা পুলিশের ভাষ্য, জেলার গোদাগাড়ী মডেল থানা একজন, তানোর থানা ৬, মোহনপুর থানা ৪, পুঠিয়া থানা ২, বাগমারা থানা ২, দুর্গাপুর থানা ৫, চারঘাট মডেল থানা ৯ এবং বাঘা থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।


আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেয়ার কথা জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম ও জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রাম ও রাতে সাঘাটার সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামে পৃথক এ ধর্ষণের ঘটনা ঘটে।


পুলিশ ও স্বজনরা জানায়, রোববার বিকেলে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) টাকার লোভ দেখিয়ে পাশ্ববর্তী একটি জমিতে নিয়ে গিয়ে একই গ্রামের নওশের আলীর ছেলে নয়ন মিয়া ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে নয়ন মিয়া পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


অপরদিকে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী রাত ৮টার দিকে নানার বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশের একটি জমিতে নিয়ে পার্শ্ববর্তী গোবিন্দি গ্রামের জলিল মিয়ার ছেলে শাকিল মিয়া ও তার বন্ধু ফারুক মিয়া ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে শাকিল ও ফারুককে স্থানীয়রা আটক করে। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক বলেন, এ দুই ঘটনায় সোমবার ফুলছড়ি ও সাঘাটা থানায় পৃথক দুইটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। নয়ন মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাটে এক হাজার পিস ভারতীয় নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশনসহ মোহন হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জামতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহন হোসেন সদর উপজেলার বালিয়াতর গ্রামের সায়েম হোসেনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, সোমবার সন্ধ্যায় জামতলী এলাকায় প্যাথেডিন ইনজেকশন বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস প্যাথেডিন ইনজেকশনসহ একজনকে আটক করা হয়।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে উপজেলার দিয়ারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরুল নামে নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন উল্টে গেলে ঘটনাস্থলেই চালক আমিরুল নিহত হন।


অপরদিকে, সকালে একই উপজেলার রেজুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল বলে বলে জানান ওসি দিলিপ কুমার।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোটেম্পুর চালকসহ ২ জন নিহত হয়েছেন। গত বুধবার দুপুরের দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে সুজাবাদ দহপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, অটোটেম্পু চালক বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সুলতান (৪৫) এবং যাত্রী শাজাহানপুর উপজেলার দরিনন্দগ্রামের ওমর আলী প্রামানিকের ছেলে কমর উদ্দিন প্রামানিক (৩০)। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি জব্দ করে থানা নেয়া হয়েছে।


শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির জানান, দ্বিতীয় বাইপাস মহাসড়ক সুজাবাদ দহপাড়া এলাকায় মাদলা দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত টেম্পুকে পেছন থেকে আসা ইটবোঝাই মিনি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টেম্পুর যাত্রী কমর উদ্দিন এবং হাসপাতালে নেয়ার পর চালক সুলতান মারা যান।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় মদন রবিদাস (২৬) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলা ঘাটনগর ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মদন ওই গ্রামের মনো রবিদাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মদন পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তার মা হরিন বালা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মদনকে দেখতে পান। নিহত মদনের মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার দিনব্যাপী পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় এবং মৌসুমী ও দাবী মৌলিক সংস্থার আয়োজনে নওগাঁ কেডি স্কুলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীনের সভাপত্বিতে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেশমা পারভীন,পিকেএসএফ (কার্যকম) এর ব্যবস্থাপক মুনির হোসেন,অফিসার মামুনুর রশীদ,দাবী মৌলিক সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা), উপ-পরিচালক এরফান আলী,উপসহকারী পরিচালক দেলোয়ার হোসেন প্রমূখ।


সম্মেলনে জেলার ১১ টি উপজেলা হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ভিত্তিক ১০ জন করে মোট ১১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন এবং তাদের মধ্য হতে লিখিত, নৈব্যেক্তিক ও মৌখিক পরিক্ষার মাধ্যমে জাতীয় সম্মেলনে অংশ গ্রহনের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকোর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় হোটেল আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরকোর প্রজেক্ট ম্যানেজার শুক্লা মূখার্জী।


দলিত আদিবাসী রাইটস, ইমপাওয়ারমেন্ট এন্ড এক্সেস টুওয়ার্ডস মেইনষ্ট্রিম ড্রিম প্রক্লপ ও আরকো’র আয়োজনে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, পতœীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, হাসেনবেগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, চেরাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ধনজইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহরী, এনায়েতপুর ইউনিয়নের আদিবাসী অভিভাবক বাচ্চু পাহান, নওগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী যতিন উরাও প্রমূখ।


অধিপরার্মসভায় দলিত ও আদিবাসীদের শিক্ষার মান উন্নয়নের বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলার চেরাগপুর, মহাদেবপুর সদর, এনায়েতপুর, পতœীতলা উপজেলার পাটিচরা, পতœীতলা সদর ইউনিয়নের শিক্ষক ও আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আরকোর অ্যাডভোকেসী অফিসার নওরীন আক্তার।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে (১৩) বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে এক মধ্যবয়সী লোকের বিরুদ্ধে। গত মঙ্গলবার উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়গাছা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অপরদিকে বুধবার থেকে ওই গ্রামের একটি মহল বিষয়টিকে মোটা অংকের অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে ওই গরীব প্রতিবন্ধি মেয়ে ও তার পরিবারটি।


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো: আইনাল ইসলাম (৫০) একই গ্রামের বাজারের পাশের জনৈক ব্যক্তির (১৩) বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তার ধারে বাগানে একা পাওয়ার সুবাদে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়ের মা দেখতে পেয়ে দৌড়ে এসে মেয়েকে রক্ষা করে। এসময় মেয়ের মা লম্পট ভ্যানচালক আইনালকে মারপিট করতে লাগলে আইনাল কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি গ্রামে জানাজানি হয়। এঘটনায় এলাকার মানুষের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বুধবার থেকে ওই গ্রামের একটি প্রভাবশালী মহল মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়ে আসছে। মেয়ের পরিবার গরীব অসহায় বলে কোন বিচার পাচ্ছে না। এলাকাবাসী ও মেয়ের পরিবার ওই লম্পটের দৃষ্টান্তর মূলক শাস্তি চায়।


প্রতিবন্ধী মেয়ের মা জানান, এদিন তিনি বাড়ির পাশে মাঠে গরু আনতে গেলে মেয়েকে একা পেয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লম্পট আইনাল রাস্তার ধারে বাগানে মেয়েকে ধর্ষনের চেষ্টা করে। আমি দেখতে পেয়ে দৌড়ে এসে আমার মেয়েকে উদ্ধার করি। এসময় লম্পট আইনাল কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি গ্রামের লোকজনকে জানালেও আমরা গরীব অসহায় হওয়ার কারণে কারো কাছে এই ঘটনার সুবিচার পাচ্ছি না। আমি এই লম্পটের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।


স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শফিউল আলম শফু বলেন, এই বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেবা।


এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

চট্টগ্রাম থে‌কে সা‌হেদুল ইসলাম: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার নিজ বাসা থেকে  দিলহাম বিনতে নাসিম (১২) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সৈয়দশাহ রোডের ল্যান্ডমার্ক সোসাইটির লায়লা ভবনের ষষ্ঠ তলায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।


ইলহাম চট্টগ্রামের মেরন সান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। জানা যায়, সকালে তার ছোটভাইকে স্কুলে নিয়ে যান মা নাসরিন আক্তার মা আর বাবা মো. নাসির উদ্দিন সৌদী আরব প্রবাসী। তাদের গ্রামের বাড়ী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে।


মা নাসরিন আক্তার পুলিশেকে বলছেন, ৯টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজা চাপানো অবস্থায় পান। পরে ইলহামের ঘরে গিয়ে তাকে বালিশ চাপা অবস্থায় শোয়ানো দেখতে পান।


তিনি বলেন, অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বালিশ তুলে দেখি রক্তে ভেসে যাচ্ছে। তখন আমি চিৎকার দিলে পাশের বাসা থেকে আমার জা ছুটে আসেন। পরে মেয়েকে মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলে মেয়ে মারা গেছে।


তিনি আরো জানান, তাদের তিন কক্ষের বাসায় তিন মেয়ে ও শাশুড়িকে নিয়ে তিনি থাকতেন। ঈদে সাতকানিয়ায় গ্রামের বাড়ি যাওয়ার পর এখনও ফেরেননি তার শাশুড়ি। তার দাবি, আলমারি থেকে তাদের বেশ কিছু গয়না খোয়া গেছে।


এদিকে প্রতিবেশীরা জানান, মেয়ের এ অবস্থা দেশে মা নাসরিন আক্তার খুশবু নিজেই ছুরি দিয়ে অাত্মহত্যার চেষ্টা চালায়। এতে তার হাত কেটে যায়।



চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহির ইসলাম ভুঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-ইলহামকে বাসায় রেখে তার মা বাহিরে গিয়েছিল । পরে মা বাসায় ফিরে দেখেন ইলহাম রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এদিকে খবর পেয়েই ছুটে যান সিএমপির বাকলিয়া থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।

চট্টগ্রাম থে‌কে সা‌হেদুল ইসলাম: চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ রোড়ের বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চা‌লি‌য়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ হতে ৩৮০টি রাজা কনডম উদ্ধার করা হয়।


মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই নারী পাচারকারী, পতিতা ও খদ্দের বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।


গত মঙ্গলবার রাত পৌনে ১১টায় খাতুনগঞ্জ রোড়ে অবস্থিত বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চালানো হয়। ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস এখবর নিশ্চিত করেন।


এদিকে বিকালে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার


জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামীদের সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে দীর্ঘ দিন ধরে।


এ ব্যাপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায়  মামলা দায়ের করা হয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ এনএটিপি-২ প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলা প্রানি সম্পদ দপ্তর কর্তৃক গত মঙ্গলবার দুপুরে সিআইজি খামারীদের মাঝে প্রদর্শনী হিসাবে বিনামূল্যে পশুখাদ্য, ম্যাট, কৃষিনাশকসহ বিভিন্ন সামগ্রী বিতরন করেন। উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ এসএম মাহবুবুর রহমান উপজেলার ঘাসচাষ প্রদর্শনী খামারী, গাভীপালন প্রদর্শনী খামারী, ছাগল পালন প্রদর্শনী খামারীসহ ১৯জন খামারীকে এসব সামগ্রী প্রদান করেন। এসময় উপজেলা প্রানি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোতালেব আলী ও বিভিন্ন খামারের মালিকবৃন্দ উপপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শা গোগা-বেনাপোল সড়কের কালিয়ানী গ্রামের ভেতর আকবর মেম্বরের বাড়ীর উত্তরপাশের রাস্তাটি পানি নিস্কাসনের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার পানি জমে জমে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। চলাচলতিতে সীমাহিন কষ্টভোগ করছে এলাকার মানুষ।দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে।জানাগেছে এখানে পানি নিস্কানের পথটা বন্ধকরে দিয়েছে এলাকার প্রভাবশালীরা। কে এম সজল জানান সত্য কথা বলতে কি আমরা যারা ভুক্তভোগী তারাই খারাপ, কেননা কেউ যদি পানি নিষ্কাশনের সমাধানে এগিয়ে যাই, তখন দেখা যায় পিছনে কেউ থাকেনা, তার বাস্তব উদাহরণ আমি নিজে উদ্যোগ নিয়ে অনেক চেষ্টা করেছি, দেখেছি সবাই পিছনে কথা বলে তাদের সামনে (পানি বন্ধ কারীরা) একেবারে বোবা সেজে থাকে। সাংবাদিক ভাই, আপনি পানির করুণ চিত্র তুলে ধরেছেন, কিন্তু কেন এই করুণ চিত্র তার কারণ তুলে ধরলে আরও খুশি হতাম....! ভাই, আপনাকে সহযোগিতার নিমিত্তে বলি, সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে,নিয়মিত দুরত্বে অনেক আগেই বড় বড় কালভার্ট তৈরী করে দিয়েছে, কিন্তু সমাজের কিছু নামধারী নেতা যারা তাদের নিজেদের স্বার্থ বজায় রাখতে মাছের ঘের বাঁচাতে ও নতুন নতুন বিল্ডিং তৈরী করতে ঐ কালভার্টগুলোর মুখ জোর করে বন্ধ করে দিয়েছে। এ কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন পানির জলাবদ্ধতা কোন প্রাকৃতিক সৃষ্টি নহে, এটা হাতে গোনা কয়েকজন সুবিধাবাদির সৃষ্টি....! উলে­খ্য কয়েকদিন আগে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেখানেই পানি আটকে দিয়েছে সেখানেই সেটা খুলে দেওয়া হোক....,সে যত বড় শক্তিশালিই হোক না কেন.... এটা নিয়ে চূড়ান্তভাবে লেখালেখি করে খবরটা উপর মহলে পৌঁছালে আমাদের গ্রামবাসী দারুণ ভাবে উপকৃত হবে বলে আমি মনে করি।
ওাস্তা নষ্টের মুল কারন পানি নিস্কাসন ব্যাবস্থা। পানি নিস্কাসনের ব্যাবস্থা করতে এলাকাবাসী উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার বেলা ১০টায় এক র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম, এসআই সাম মোহাম্মাদ প্রমূখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশী রফতানী পন্যবাহি ট্রাকে চাপা পড়ে ভারতীয় একজন শ্রমিক নিহত হওয়ায় ট্রাক ড্রাইভারেকে আটক করে বেধড়ক মারপিট করে ভারতীয় পুলিশের কাছে সপর্দ করেছে সেদেশের শ্রমিকরা।


বুধবার সন্ধ্যা ৬ টার সময় আরিফুল নামে বাংলাদেশের ট্রাক ড্রাইভার ( গাড়ি নং- সিএ-১১-৪১৭৭) গার্মেন্টস পন্য সামগ্রী নিয়ে ভারতীয় টার্মিনালে প্রবেশ করে। সেখানে সে অসতর্কভাবে গাড়ি চালানোর সময় সেদেশের একজন শ্রমিক তার গাড়ির নীচে চাপা পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকরা ড্রাইভারকে বেধড়ক মারপিট করে পুলিশে সপর্দ করে।


বাংলাদেশের রফতানি গেটের কাস্টমস সিপাই ইমরান হোসেন বলেন ড্রাইভার আরিফকে মারপিট করায় সে অসুস্থ হয়ে পড়লে ভারতীয় পুলিশ তাদের বনগাঁও মহাকুমার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এবং গাড়িটি আটক করেছে।


বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ গাঁজা বিক্রি করার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কোচকুড়িপাড়ার ওসমান গনির ছেলে শাহাজাহান (৩৩) ও আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (৩২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার সান্তাহার আহসানুল্লাহ ডিগ্রী কলেজ এলাকায় মাদক বিক্রি করার সময় ৫২ পুড়িয়া গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া আদমদীঘি: বগুড়া আদমদীঘি সান্তাহার পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট মঙ্গলবার পৌর হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান।বাজেট অধিবেশন পেশ করেন পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্ট। এই সময় আরো উপস্থিত ছিলেন সান্তাহার নাগরিক কমিটির সভাপতি ও সান্তাহার সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোসলিম উদ্দিন এবং সান্তাহার মডেল প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করেছে।আটককৃতরা হলো-সান্তাহার নতুন বাজারের তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান দ্বিপ (২৬), বশিপুর সরদার পাড়ার মৃত কছির উদ্দিন সাখিদারের ছেলে হাফিজুর রহমান সাখিদার (৩৮),সাঁতাহার আদর্শ পাড়ার রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন(২৬),নওগাঁ ধামকুড়ির মৃত হামিদুল সর্দার বাচ্চুর ছেলে আরমান সর্দার (৩৮) ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে রিফাত মাশরাদি (২২)।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৪ জনকে ১৫দিনের সাজা এবং রিফাত মাশরাদিকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া “খ” সার্কেলের পরিদর্শক সামছুল আলম জানান, পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের জরিমানা প্রদান করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: ‘ফলের রাজা আম, আর আমের রাজা পোরশা’ ¯েøাগানে নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নীতপুর থেকে সাইকেল র‌্যালী বের হয়। প্রায় ৮ কিলোমিটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারাইগাছীতে আম মেলায় এসে শেষ হয়। পরে সোরাইগাছীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, আমের ব্যাপক প্রচার ও প্রসারে লক্ষে আম মেলায় দেশী ও বিদেশী বিভিন্ন প্রজাতির আমের প্রদর্শণে ব্যবসায়ী ও আম চাষী ২০টি স্টল অংশ নেয়। তিনদিন ব্যাপী আম মেলা আগামী ২৯ জুন শেষ হবে। র‌্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশ নেয়।
জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর উপজেলা এবং পতœীতলা ও ধামইরহাট উপজেলার আংশিক বরেন্দ্র এলাকা হিসেবে খ্যাত। পানি স্বল্পতার কারণে বছরের বেশির ভাগ সময় জমি অনাবাদি পড়ে থাকত। ফলে সেখানে ধানের আবাদ না হওয়ায় প্রতি বছরই বাড়ছে আম বাগান। লাভ বেশি হওয়ায় অনেক কৃষক এখন ধান ছেড়ে আম চাষে ঝুকেছেন। প্রতি বছর প্রায় ১ হাজার হেক্টর অধিক জমিতে আম বাগান গড়ে উঠছে। এঁটেল মাটি হওয়ার কারণে এ এলাকার আম বেশ সুস্বাদু। সুস্বাদু হওয়ায় আমের রাজা চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁর আম।
এ জেলায় উৎপাদিত প্রায় সব আম আধুনিক প্রজাতির। আমের কোনো পরিচিতি না থাকায় ব্যবাসায়ীরা সেগুলোকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বলে চালিয়ে দিচ্ছেন। আমের ব্র্যান্ডিং (প্রচার-প্রচারণা)-এর অভাবে অনেকটাই পিছিয়ে আছে নওগাঁ জেলা। নওগাঁর আমকে ব্রান্ডিং হিসেবে পরিচিত করার জন্য এক ব্যক্তিক্রম উদ্যোগ গ্রহন করা হয়েছে।
সরকারি নির্দেশনায় ও প্রশাসনের নজরদারী থাকায় গত ২৫ মে গোপালভোগ আম নামানোর মধ্য দিয়ে বাজারে আম আসতে শুরু করে। এ বছর প্রচুর আমের উৎপাদন হয়েছে। তবে উৎপাদনের তুলনায় দাম তুলনা মূলক কম।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম বলেন, এ উপজেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে প্রতি হেক্টরে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ থেকে ১১ মেট্রিকটন। এ উপজেলার আম স্বাধে-গন্ধে-মানে-মিষ্টিয়তায় অতুলনীয়। আমের ব্যাপক প্রচার ও বিভিন্ন তথ্য প্রদানের জন্য ‘উপজেলা কৃষি অফিস পোরশা’ নামে একটি ফেসবুক আইডি ও ‘পোরশার আম’ নামে একটি ফেসবুক পেজ খুলা হয়েছে। আমের ব্যাপক প্রচারের জন্য এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানান, গত পাঁচ বছরে জেলায় আম বাগান দ্বিগুণ চাষ হচ্ছে। বর্তমানে জেলায় ১৪ হাজার হেক্টর জমিতে বিভিন্ন উন্নত আম চাষ হচ্ছে। এঁটেল মাটি হওয়ার কারণে এ এলাকার আম বেশ সুস্বাদু। সুস্বাদু হওয়ায় আমের রাজা জেলা চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁর আম।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: দু'দেশের মধ্য ফল প্রসু আলোচনা হওয়ায় বুধবার সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর সচল রয়েছে। উভয়পারেই বন্দরের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে। পাঁচদফার দাবীতে পেট্রাপোলের বন্দর ব্যাবহারকারী সংগঠন গুলি সোমবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয়। যার ফলে মঙ্গলবার দিনভর বন্দরের কাজকর্ম বন্ধছিলো। বেনাপোল বন্দরে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপুরণসহ বন্দরের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পাঁচদফার দাবিতে মঙ্গলবার সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি।
মঙলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ব্যাপারে পেট্রাপোল বন্দর ব্যাবহারকারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। দীর্ঘসময় আলোচনার পর উভয়দেশের বন্দর ব্যাবহার কারীদের সুবিধা বিবেচনায় তাদের সমস্ত দাবী দাওয়া মেনে নেয়া হয়। যার ফলে বুধবার ভোর থেকে তারা ধর্মঘট প্রত্যাহার করে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, তাদের কাছ থেকে ধর্মঘটের চিঠি পাওয়ার পর সন্তোষজনক একটি সমাধানের জন্য আমরাও চিঠি দিয়ে মঙ্গলবার বিকেলে বৈঠক করে সমস্যা সমাধানের চেস্টায় ছিলাম।
তারা আমাদের ডাকে সাড়াদেয়ায় মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির নিস্পত্বি হয়।তিনি বলেন বন্দরের কাজকর্ম এখন স্বাভাবিক রয়েছে। দু'দেশের মধ্য আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়েছে ভোর থেকেই।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে আব্দুল জব্বার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নাটশাল এলাকার “কফিল এন্ড রাজ্জাক এগ্রো লিমিটেড” কারখানায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোয়ানপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কফিল এন্ড রাজ্জাক এগ্রো লিমিটেড কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বার নামে একজন শ্রমিকের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে এক র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা থানার উপ-পরিদর্শক এস আই হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বরেন্দ্র অঞ্চলের স্বাদে গুনে অনন্য নাক ফজলী আম মাত্র ১২ টাকা দরে কেনাবেচা চলছে। আম বিক্রি করে এ অঞ্চলের আম চাষীরা তাদের বিনিয়োগের আসল টাকা ওঠাতে পারছেনা। এলাকাবাসী অবিলম্বে অত্র এলাকায় একটি আম সংরক্ষণগার নির্মাণের উদ্যোগ গ্রহণের জোর দাবী জানিয়েছেন।


জানা গেছে,এ উপজেলার কৃষকরা কমবেশী প্রত্যেকের বাড়ীতে ২-৩টি করে নাক ফজলী আম গাছ লাগিছে। এক কথায় প্রতিটি কৃষকের ঘরে ঘরে এ আম এখন চাষ হচ্ছে। আমের দাম না থাকায় আমচাষীরা বেকায়দার পড়েছে।


একটি নাক ফজলী আমের ওজন ৩ শত থেকে ৪শত গ্রাম পর্যন্ত। পাতলা চামড়া এবং সরু বিচি যা অন্যান্য আমের চেয়ে আলাদা। মিষ্টতার দিক দিয়ে ন্যাংড়া ও আম্রপালি আমের সমতুল্য। এ আমে কোন আইশ না থাকায় খেতে খুবই সুস্বাদু। আম পাকার পরও শক্ত শক্তভাব থাকায় সহজেই বাজারজাত করা সম্ভব। নাক ফজলী আম বাংলাদেশে শুধুমাত্র নওগাঁ জেলার ধামইরহাট ও বদলগাছি উপজেলায় চাষ হচ্ছে। তবে বর্তমানে পার্শ্ববতী পতœীতলা ও জয়পুরহাট সদর উপজেলার এ আমের বিস্তার লাভ ঘটেছে। অনেকে মনে করেন এ আমের নিচের দিকে নাকের মত চ্যাপ্টা হয়ায় এর নাম করণ হয়েছে নাক ফজলী। আম চাষীদের কাছ থেকে জানা যায়,নাক ফজলী আম ১৯৬৭ সালে আফতাব উদ্দিন ভান্ডারীর মাধ্যমে এ উপজেলার বিস্তার লাভ করে। বর্তমানে বন বিভাগে এমএলএসএস পদে কর্মরত আফতাব হোসেন ভান্ডারী জানান, তার দাদার বাড়ী একই জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামে। ভান্ডারপুর গ্রামের তৎকালীন জমিদার খুকুমনি লাহেরীর কাছ থেকে তার দাদা এ আমের জাত সংগ্রহ করে। জমিদার খুকুমনি লাহেরী ভারতের কলকতা থেকে এ আমের জাত সংগ্রহ করে। পরবর্তীতে আফতাব হোসেন ভান্ডারী জোড় কলমের মাধ্যমে আজ থেকে প্রায় ৪৬ বছর পূর্বে ধামইরহাট উপজেলায় এ আমের বিস্তার ঘটায়।বর্তমানেউপজেলার মনিপুর, রামরামপুর,আঙ্গরত, চকময়রাম, হরিতকীডাঙ্গা, হাটনগর, পিড়লডাঙ্গা, শিবরামপুর, মইশড়, জয়জয়পুর এলাকায় ছোট বড় প্রায় শতাধিক নাক ফজলী আমের বাগান রয়েছে। এছাড়াও উপজেলার সর্বত্র কম বেশি এ আমের চাষ হচ্ছে। জোড় কলমের মাধ্যমে এ আমের চারা রোপন করার ১-২ বছরের মধ্যে গাছে মুকুল আসে। গাছের বয়স ৩-৪ বছর হলে প্রতিটি গাছ থেকে প্রায় ৪-৫ মণ আম পাওয়া যায়। বর্তমানে গ্রাম্যঞ্চলে কৃষক পর্যায়ে এ আম প্রতি কেজি ১০-১৫ টাকা দরে কেনা বেচা চলছে। উপজেলার হাটনগর গ্রামের আমচাষী আবু সাঈদ বলেন,আগে এ আমের চাহিদা না থাকলেও এখন আম পাকার আগে বিভিন্নস্থান থেকে লোকজন আম কেনার জন্য অগ্রিম বায়না দিতো। কিন্তু এবার কেউ আম কেনার জন্য খোঁজও নেয়নি। মালাহার গ্রামের মো.মোফাজ্জল হোসেন বলেন,আমের দাম বেশী হওয়ার গত কয়েক বছর পূর্বে তিনি ধানী জমিতে আম বাগান তৈরি করেছেন। এবার আমও ধরেছে বাগানে কিন্তু দাম না থাকায় তিনি ক্ষতির সম্মুখিন হয়েছেন। মইশড় গ্রামের আম চাষী কামরুজ্জামান বলেন,গাছ থেকে আম নামাতে যে শ্রমিকের জন্য যে খরচ হবে আম বিক্রি করে তা ওঠানো মুশকিল হয়ে পড়েছে। আলু সংরক্ষণের ন্যায় এলাকায় সরকারী অথবা বেসরকারী পর্যায়ে হিমাগার নির্মাণের উদ্যোগ গ্রহণের জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সেলিম রেজা বলেন,অত্যন্ত মিষ্টি ও সুশ্বাদু নাক ফজলী আমের দাম না থাকায় এলাকায় আমচাষীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। হিমাগার থাকলে কৃষক আম রেখে পরবর্র্তীতে ন্যায্য দামে বিক্রি করতে পারত। এতে কৃষকগণ উপকৃত হতেন। আগামীতে কৃষকগণ নিরাপদ আম উৎপাদন ও পার্কিং ব্যবস্থা গ্রহণ এবং আম সংরক্ষণের জন্য একটি হিমাগার নির্মাণ করা গেলে তারা বিশেষভাবে উপকৃত হতো।

রিপোর্ট : ইমাম বিমান: “আমাদের অঙ্গিকার মাদকমুক্ত পরিবার” এই প্রতিপাদ্য্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০১৮ উপলক্ষে ঝালকাঠিতে বর্নাঢ্য সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যেগে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি মাদক বিরোধী সাইকেল র‌্যালিটি বের করা হয়। সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‌্যালিটি আবার একই স্থানে এসে শেষ হয়।


র‌্যালি শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সভা কক্ষে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০১৮ উপলক্ষে মাদক ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক। এ ছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মাদকের কুফল, মাদক নিমূলে সকলের সহযোগীতায় কামনা করে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম প্রমূখ।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী ডা.আসাদুল ইসলাম আসাদ নামে এক ক্লিনিক মালিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে নওগাঁ শহরের বাইপাস ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বলিরঘাট গ্রামে বাড়ি এবং নওগাঁ প্রত্যাশা ক্লিনিকের মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসাদুল ইসলাম নওগাঁয় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী নিহতসান্তাহারের দিকে যাচ্ছিলেন। ওই রাস্তায় ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে ট্রাফিক পুলিশরা গাড়ি চেকিং করছিলেন। ট্রাফিক পুলিশ দেখে আসাদুল ইসলাম দ্রæত চলে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান পাশে চলে যান। অপরদিকে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৪-৪০২৪) তাকে চাপা দিলে ট্রাকের পিছনের চাকায় আসাদুল পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে। পরে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসীদের বুঝিয়ে শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর সার্কেল লিমন রায়, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশতানজিদা পারভীন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাই বলেন, গতকাল মঙ্গলবার আসাদ সান্তাাহার থেকে মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২৪ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতার এদের প্রত্যেককে ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আইনি প্রক্রিয়া শেষে পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ২৪ জনকে গ্রেফতার করে র্যাব।


সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রকাশ্যে মাদক সেবন ও গণউপদ্রব সৃষ্টির দায়ে তাদের গ্রেফতার করে র্যাব।


অভিযানে ৬২৩ গ্রাম গাঁজা, ১০টি কলকি এবং ৯টি দিয়াশলাই উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয় গ্রেফতারকৃতদের। এ সময় আদালত প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আইনি প্রক্রিয়া শেষে তাদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গাঁজাসহ অন্যান্য উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বছরের পর বছর দেশের আবহাওয়া পরিবর্তনের ছাপ পড়তে শুরু করেছে নওগাঁর আত্রাই উপজেলার পাট চাষিদের ওপর। বর্তমানে বিলুপ্ত প্রায় এক সময়ের এদেশের প্রধান অর্থকারী ফসল সোঁনালী আঁশ হিসাবে খ্যাত পরিবেশ বান্ধব পাটের চাষ। বর্তমানে এই পাট চাষে উপজেলার কৃষক দিন দিন আগ্রাহ হারিয়ে ফেলছে। ফলে এবার পাটের ভরা মৌসুমেও পাট মিলেনি উপজেলার হাট বাজার গুলোতে। এদিকে পাট চাষে আগ্রহ হারনোর পেছনে প্রতি বছর বাজারে পাটের মূল্য দরপতনকেও এর জন্য দায়ী করছেন চাষিরা।


সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের সাথে আলাপচারিতায় জানাযায়, বিভিন্ন সময়ে পাটের মূল্য দরপতন, উৎপাদন খরচ বেশি ও পাট পচানো পানির অভাবেই কৃষকরা পাট চাষে আগ্রাহ হারিয়ে ফেলেছে। ৬০ এর দশকে দেশের খ্যাতমান পাটক্রয় কেন্দ্র ছিল নওগাঁর আত্রাই উপজেলায়। এক সময় উপজেলার র‌্যালী বাদ্রার্স নামে বিখ্যাত সেই পাটক্রয় কেন্দ্রে পাটক্রয় করে তা আবার নৌপথে পাঠানো হতো দেশ বিদেশের বিভিন্ন জুটমিলে। সে সময় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় প্রতিদিন শত শত টন পাট ক্রয় করা হতো চাষীদের নিকট থেকে। ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে কৃষকেরাও ঝুঁকে পড়তো ব্যাপকহারে পাটচাষে। আত্রাই থেকে এ পাটগুলো দেশের দক্ষিণঅঞ্চলের জেলা খুলনা, যশোর সহ বিভিন্ন জুটমিলে নৌপথে ও রেলপথে নিয়ে যাওয়া হতো।


জনস্ত্রæতি আছে শুধু দেশেই নয় বরং দেশের চাহিদা মিটিয়ে আকাশ পথে আত্রাই এর পাট রপ্তানি করা হতো সেই ইংল্যান্ডে। সেই সময় মালবাহী উড়জাহাজ যোগে আত্রাই পাটক্রয় কেন্দ্র থেকে সরাসরি এই পাট লন্ডনে রপ্তানি করা হতো বলে তথ্যঅনুসন্ধানে জানাগেছে। বর্তমানে আর এ উপজেলার কৃষকেরা আগের মতো পাট চাষও করেনা।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, এবার এ উপজেলায় মাত্র ১২০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। পাটের মূল্য কমসহ নানাবিধ সমস্যার কারণে কৃষকেরা পাট চাষে এবার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এদিকে পাটের চাষ কম হওয়ায় জ্বালানীকাজে ব্যবহার্য পাটখড়ির মূল্য আকাশচুম্বি হয়েছে। ফলে মধ্যম আয়ের পরিবারে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।


উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, ৬০ এর দশকে উত্তরাঞ্চলের মধ্যে আত্রাই ছিল পাটের জন্য বিখ্যাত। সে সময় আমরা ব্যাপকহারে পাট চাষ করতাম। পাটের ন্যায্যমূল্য ও পেতাম। বর্তমানে উৎপাদন খরচ বেশি , মূল্য কম এ জন্য আমরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছি।


উপজেলার বজ্রপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ মন্ডল বলেন, গত দু বছর থেকে পাট চাষ করে পাট পচানো পানির অভাবে আমাদের চরম বিপাকে পড়তে হয়েছে। এ জন্য এবার আমি পাট চাষ করিনি। ওই জমিগুলোতে এবার ধান সহ অন্যান্য আবাদ করে আমি লাভবান হচ্ছি।


এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, বিগত বছরগুলোতে পাটের বাজার মন্দ থাকায় এই ফসলের প্রতি চাষিদের আগ্রহ কমে গিয়েছিল বর্তমান সরকার খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য পরিবেশ বান্ধব পাটের মোড়ক বহুবিদ ব্যবহার করায় বর্তমান পাটের উৎপাদন ও বাজার দর ঘুরে দাঁড়াতে শুরু করায় এবার প্রান্তিক পর্যায়ে চাষিদেরও পাট চাষের আগ্রহ বৃদ্ধির লক্ষে চলতি খড়িপ মৌসুমে চাষীদের রোগ প্রতিরোধ সম্পর্কে কৃষকদের গঠনমূলক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি পুকুরে আফ্রিকান মাগুরকাপ মাছ ছেড়ে দিয়ে বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মাছ চাষী মো: মশিউর আলম টুকু পুকুরে মাছ মারতে গিয়ে তা জানতে পারে। জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: মশিউর আলম টুকু প্রায় ৭ বছর ধরে বাড়ির পার্শ্বে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো। পুকুরে বিভিন্ন প্রাজাতির রেনু মাছ ছিল প্রায় ৮ লক্ষ টাকার। তিনি সোমবার সকালে মাছ গুলো বিক্রি করার জন্য মাছ মারতে গেলে পুকুর থেকে বেশ কিছু আফ্রিকান মাগুরকাপের মাছ পায়। কে বা কাহারা শত্রæতা করে এই আফ্রিকান মাগুরকপের মাছ গুলো পুকুরে ছেড়ে দিয়ে রেনু মাছ গুলো খাইয়ে ফেলে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে তার। মাছ চাষী মো: মশিউর আলম টুকু জানান, সকলের অজান্তে কে বা কাহারা আমার সাথে শত্রæতা করে আমার লিজকৃত পুকুরে আফ্রিকান মাগুরকাপের বড় মাছ ছেড়ে দিয়ে রেনু মাছ খাইয়ে ফেলে আমার প্রায় ৬ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে। এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই বা কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আতিকুর হাসান সজীব (আদমদীঘি) বগুড়া: কেন্দ্রীয়  জাতীয়তাবাদী  নির্মান  শ্রমীক দলের সাঃ সম্পাদক লায়ন ফরিদআহমেদ এর শুশুর বীর মুক্তি যোদ্ধা হারুনুর রশীদ ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহ - ওয়া- রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০  বছর । তিনি  রবিবার  ভোর  ৪ টায় স্থানীয় এক ক্লীনিকে মারা যান। বগুড়া সদরের ফুলবাড়ি গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা জানাযা  শেষে  বাদ  আছর  পারিবারিক গোর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘটন গভীর শোক প্রকাশ করেছেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে তাইব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের এই মৃত্যুর ঘটনাটি ঘটে। তাইব হোসেন উপজেলার মালশন গ্রামের জমির উদ্দিনের ছেলে।


জানা গেছে, রোববার সকালে তাইব হোসেন তার সহপাঠিদের সাথে বাড়ির পাশের্^ পুকুর পাড়ে খেলা-ধুলা করছিল। এ সময় পা পিছলে পুকুরে পরে যায় তাইব। তার সহপাঠিরা তাইবের বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে পুকুরে খোঁজা খুঁজি করে তাকে মৃত অবস্থায় পায়।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান তাইব হোসেনের পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সাবেক অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাভারন সার্কেল জামাল আল নাসের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আব্দুল গফুর মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্চিতা ফারহানা ঐশি প্রমুখ।যশোরের শার্শায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


প্রধান অতিথি তার বক্তবে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বর্তমানে মাদকাসক্তি বাংলাদেশে একটি অন্যতম সামাজিক সমস্যা। মাদক ও মাদকাসক্ত নিয়ন্ত্রনে সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে পরিবার, একই সাথে সমাজ ও রাষ্ট্রের ভুমিকা গুরুত্বপূর্ণ। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ওয়ান পাওয়ার লিমিটেডের চেয়ারপর্সন ইঞ্জিনিয়ার মমতা আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। বগুড়া সদরের ফুলবাড়ি গোরস্থান ঈদগাহ মাঠে মরহুমে'র নামাজে জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে বাদ আছর পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ন করা হয়। তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন ঢাকা ওয়ান পাওয়ার লিমিটেডের পরিচালক লায়ন ফরিদ আহমেদ সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর বাজাওে  রবিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই জানান নওগাঁ থেকে বদলগাছি অভিমুখী একটি দ্রæতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মো. এরশাদ আলী নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। আহত ব্যাক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


দুর্ঘটনায় মৃত এরশাদ আলী (৫৩) পাহাড়পুর সরদার পাড়া’র মৃত এলাহী মন্ডলের ছেলে। নিহত এরশাদ বাঁশের ব্যবসা করতেন। বাড়িতে আত্মীয়স্বজন আসলে মিষ্টি কেনার জন্য পায়ে হেঁটে তিনি পাহাড়পুর বাজারে যান। মিষ্টির দোকানের সামনেই হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন দ্রæত তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্ত্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝেই তার মৃত্যু হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা পুলিশের মাসিক কল্যানসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টা থেকে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। সভায় বিগত মাসে মাসে উল্লেখযোগ্য অবদান রাখায় পুলিশ সুপার জেলার কয়েকজন অফিসার্স ইনচার্জকে ফুলের শুভেচ্ছা জানান।


সভায় জানানো হয় নওগাঁয় ইতিপূর্বে সকল ঈদে একাধিক বেপরোয়া মোটরসাইকেল চালক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিন্তু এ বছর পুলিশ সুপারের নিবিড় তত্বাবধান এবং সঠিক নির্দেশনার কারনে এ ধরনের মেকান মৃত্যুর ঘটনা ঘটে নি। এ ছাড়াও পুলিশ সুপারের দক্ষ নির্দেশনায় পরিচালিত মাদক বিরোধী অভিযানে অধিক সফলতা অর্জনের জন্য জেলা পুলিশের সকল কর্মকর্ত্ াও সদস্যদের পক্ষ থেকে পুলিশ সুপারকে শুভেচ্ছাস্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।


এ অনুষ্ঠানে মান্দা থানার অফিসার্স ইনচার্জ মো. আনিছুর রহমান অন্য জেলায় বদরী হওয়ায় তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, অতিরিক্ত্ পুলিশ সুপার রকিুবল আকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নিয়ামতপুর খানার অফিসার্স ইনচার্জ তোরিকুল ইসলাম এবং ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ জাকিরুল ইসলাম, বিদায়ী অফিসার্স মো. আনিছুর রহমান বক্তব্য রাখেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদরথানা পুলিশের দু:সাহসিক অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ কূখ্যাত মাদক ব্যবসায়ী আজাদুল (৩৮) কে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২১ জুন ১৮) সন্ধা ৭টায় উপজেলার বুজরুক আতিথা গ্রামের হাপানিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজাদুল সদর উপজেলার বুজরুক আতিথা গ্রামের মো. বদর উদ্দীনের ছেলে।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই (নি:) মো. আজাহার আলী সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছন থেকে তাকে ধাওয়া করে হাপানিয়া বাজার এলাকায় আসামির বসত বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করে। এসময় আজাদুলের নিকট থেকে ৬ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চুরি হওয়া গরুসহ চোরের অন্যতম সদস্য আকবর আলী (৪৮) নামের একজন গরু চোরকে তার নিজ বাড়ি থেকে আটক করে সাপাহার থানা পুলিশ।
জানাগেছে, মে মাসের ১৯ তারিখে সদরের মানিকুড়া চৌধুরী পাড়ায় গভীর রাতে একদল চোর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর বাড়ির গোয়াল ঘরের পিছন দিকের সীদ কেটে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। গরু চুরি হয়ে যাওয়ায় অনেক খোজাখুজি করে না পেয়ে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন থানায় একটি অভিযোগ করেন, সে অভিযোগের পেক্ষিকে গোপন সংবাদের মাধ্যমে ২৩ জুন সাপাহার থানার এসআই ফারুক মো: জাহাঙ্গীর তার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে উপজেলার কাশিতাড়া গ্রামের মৃত: ফাইজুদ্দীনের পুত্র, আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে গরুসহ তাকে আটক করেন। সাপাহার থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামসুল আলমের সাথে কথা হলে, তিনি আটকের ঘটনা স্বীকার করে বলেন এ বিষয়ে অজ্ঞাত নামায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা হয়েছে, আমরা চুরির সাথে জড়িত সকল চোরকে অতিদ্রæত আটক করব এবং আকবর আলীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 নওগাঁ, রাণীনগরে প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি খাস পুকুর দখল করাকে কেন্দ্র করে আ’লীগ নেতা আজিম উদ্দিন হত্যা মামলার মো: ফরহাদ মন্ডল (৩০) নামে আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আত্রাই থানা পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে ও শনিবারে রাণীনগর থানা পুলিশের কাছে সোর্পদ করেন। গ্রেফতারকৃত ফরহাদ মন্ডলকে রোববার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত, ফরহাদ মন্ডল উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মো: শহিদুল ইসলাম ওরফে টাকুর ছেলে।


উল্লেখ্য, উপজেলার করজগ্রাম সখিনপাড়ায় মসজিদ সংলগ্ন সরকারি একটি খাস পুকুর মসজিদ কমিটি ও গ্রামবাসি মসজিদের উন্নয়নে ভোগ দখল করে আসছিলেন। ওই খাস পুকুরটি মসজিদ কমিটির কাছ থেকে লীজ নিয়ে প্রায় ১৪-১৫ বছর থেকে মাছ চাষ করে আসছিলেন নিহত আজিম উদ্দিনের ভাই মো: শহিদুল ইসলাম। পুকুরটি নিয়ে আদালতে মামলাও রয়েছে। এমত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে পুকুরটি লোহাচুড়া মৎস্যজীবী সমবায় সমিতি লীজ পায় বলে প্রচার প্রচারণা চালায় একটি সিন্ডিকেট পাটি। এরপর পুকুরটি দখল করতে গত ২৭ মে রবিবার দুপুরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত সাহাদত হোসেন সায়েম, নাজমুল হক মাসুম, আব্দুল আজিজ, রহিমসহ ৩৫-৩৫ জন মোটরসাইকেল যোগে ওই পুকুরে মাছ ছাড়তে যান।


এমত অবস্থায় আজিম উদ্দিন ও গ্রামবাসিদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সায়েম ও তার দলবল লাঠিসোটা, লোহার রড, হাতুড়ী ইত্যাদি দিয়ে এলোড়িপাতি দিয়ে মারপিট শুরু করে। তাদের মারপিটে শহিদুল ইসলাম, তার বড় ভাই আজিম উদ্দিনসহ জালাল ও তাদের মা মানিকজান বেওয়াসহ ৭-৮ জন গুরুত্বর আহত হন। আহতদের মধ্যে উপজেলার কালিগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আজিম উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া উপজেলার আদমদিঘী হাসপাতালে ভর্তি করনো হয়। অবস্থা বেশী আশঙ্কাজনক হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নওগাঁ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজিম উদ্দনকে মৃত ঘোষণা করেন।


এই ঘটনায় গত ২৮ মে সোমবার নিহতের ভাই আলিম উদ্দিন বাদী হয়ে সায়েমকে প্রধান আসামী করে ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলায় আরো অজ্ঞাত আসামী রয়েছেন ১২-১৩ জন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, আজিম উদ্দিন হত্যার ঘটনার সঙ্গে জড়িত ফরহাদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আতিকুর  হাসান সজীব, আদমদীঘিঃ গৌরব ঐতিহ্য বাংলাদেশ আওয়ামীলীগ এর ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার  আদমদীঘি  দলীয়  কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এর পর দলীয়  কার্যালয়ে  বঙ্গবন্ধুর  প্রতিকৃতিত্বে পুষ্ষমাল্য অর্পন করা হয়।বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু  রেজা  খান  এর  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় আরো  উপস্থিত  ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,সাংগঠনিক সম্পাদক  নিসরুল  হামিদ  ফুতু, আওয়ামীল নেতা নাজিমুল হুদা খন্দকার, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সহ প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী সাইদুর রহমান (৫৬)। গতকাল শনিবার সকালে উপজেলার ভিমপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাহিদা বেগম বাথরুমে ঢুকে লোহার দরজা লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় সাইদুর রহমান তাকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিলে স্বামী-স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইদুরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোছা: সাফিয়া বিবি (২৫) নামে এক গৃহবধু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পারইল ইউনিয়নের বোদলা গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ সাফিয়া বিবি মৃত্যুর খবর পেয়ে লাশটি উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


সাফিয়া বিবি উপজেলার সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মো: মুক্তার এর স্ত্রী ও বোদলা গ্রামে মৃত শহীদ উদ্দীন সরদারের মেয়ে।


জানা গেছে, সাফিয়া বিবি শুক্রবার দুপুরে বাবার বাড়ির সবার অজান্তে বিষ প্রাণ করেন। পরে তার পরিবারের লোকজন জানতে পেরে সাফিয়াকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে রেফাট করেন। নওগাঁতেও তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, সাফিয়া বিবির মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্ট : ইমাম বিমান: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহনে জেলাপ্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাবকে স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক মো. হামিদুল হক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছারাও বক্তব্য রাখেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।

নওগাঁ প্রতিনিধি: আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সহ-সভাপতি এমএ খালেক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, জেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ খোদাদাদ খান পিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমনসহ আওয়ামীলীগ, অ্যাড. আব্দুল বাকী, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কোটিপতি পরিবারের সন্তান পূর্ব চাদকাঠি এলাকার বহু অপকর্মের হোতা মাদক সেবী মো: মামুন হোসেন (৫০) কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে সাধনার মোড় এলাকার পারিবারিক বানিজ্যিক মার্কেট ভবন থেকে ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। শহরের বারোচালায় পান-সুপারী বিক্রেতা বর্তমানে অঢেল টাকার মালিক আলহাজ্ব মতিউর রহমান এর পুত্র মো: মামুন হোসেন কে ইয়াবা সেবনেসর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হলেও এসময় তার সাথে থাকা পলিথিনে মোড়ানো বেশ কিছু ইয়াবার একটি পোটলা মুখে দিয়ে গিলে ফেলতে সক্ষম হয়েছে বলে জানাগেছে।


ঝালকাঠিতে ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘ দিন নজরদারীতে রাখার পর শুক্রবার বিকালে সাধনার মোড় এলাকায় মতি মার্কেটে ডিবি পুলিশের এসআই হেলালের নেতৃত্বে অভিযানকারী টিমের সদস্যরা অবস্থানরত মামুনের কক্ষে ঝটিকা অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনের পাইপ, গ্যাসলাইট, ফয়েল পেপার ও সরঞ্জামসহ মামুনকে আটক করলেও সেবনের জন্য আনা বেশকিছু ইয়াবা টেবলেট মুখে পুড়ে গিলে ফেলায় তা জব্দ করতে পারেনি।


এ ব্যাপারে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো: কামরুজ্জামান মিয়া জানায়, মাদক সেবী মামুন হোসেন কে ইয়াবা সেবনের জরঞ্জামসহ আটক করা হলেও মাদক না পাওয়ায় তার অভিভাবকের সঙ্গে আলোচনা করে আমরা মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রভাবিত হওয়ার কোন বিষয় নেই। অন্যদিকে আটক মামুনের প্রতিবেশী একটি সূত্র জানায়, মামুনকে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পরলে তার পরিবারের সদস্যরা মোটাঅংকের অর্থ নিয়ে বিভিন্ন মহলে দেনদরবার শুরু করে। যে কারনে তারা মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার পরিবর্তে পুনর্বাসন কেন্দ্রে প্রেরনে সক্ষম হয়।

নওগাঁ প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জিলা স্কুল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: ভুল করে বাংলাদেশে আসা ভারতীয় সুমনা (১৫) নামে এক তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে তার বাবা মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬/৭ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


এতে বিজিবি-১৬ ব্যাটালিয়নের আদাতলা কম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম ও ভারতের ১২২ বিএসএফ কোম্পানীর কাতরইল ক্যাম্পের কমান্ডার এসিবিএ ডোগরা নেতৃত্ব দেন। সুমনা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোপাল নগর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের মেয়ে।


জানা গেছে, সুমনা ১৭ জুন সকাল ১০ টার দিকে ভারতের ছত্রহাটি বিএসএফ এর কাছে তার পরিচয় পত্র জমা দিয়ে কাঁটা তারের বাইরে জমিতে কাজ করতে আসেন। সন্ধ্যায় তার অন্যান্য সঙ্গীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও সুমনা পথ ভুলে বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে চলে আসে পথ হারিয়ে ফেলেন। সুমনা ওই দিন তার নিজ দেশ ভারতে প্রবেশ না করায় ছত্রহাটি বিএসএফ ক্যাম্প থেকে বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ক্যাম্পে তাদের পক্ষ থেকে পত্র প্রেরণ করেন। পত্রে সুমনাকে উদ্ধারের সহযোগিতা কামনা করেন। এরপর বিজিবির সদস্যগণ ওই তরুণীকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালান। গত ২১ জুন রাত ৯টায় আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার সদরের জিরো পয়েন্ট এ অবস্থিত নিউ মার্কেট এর সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করেন।


আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম জানান, সুমনাকে উদ্ধারের পর ছত্রহাটি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হয়। শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে সুমনাকে ফেরত দেয়া হয়েছে। ফিরে দেয়ার ফলে সুমনা ফিরে পেলেন তার বাবা মাকে এবং তার নিজ দেশ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারইল ইউনিয়নের রাতলাই গ্রামের মৃত আবুল কালাম আজাদের রেখে যাওয়া সম্পদই কাল হলো তার স্ত্রী চায়নার জীবনে। আবুল কালামের পরিবারের লোকজন শুক্রবার রাতে চায়নাকে হত্যার চেষ্টা করলেও বেঁচে যায় চায়না। বর্তমানে চায়না বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মোছা: চামেলী আক্তার চায়না (৩৫) পাশের আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।


চায়নার মা মোছা: আমিজা বেগম বলেন, চায়নার কোন সন্তান ছিলো না। সে বর্তমানে দুই মাসের অন্ত:সত্বা। আমার জামাই আবুল কালাম গত ১জুন তারিখে মারা যায়। গত বৃহস্পতিবার আমার জামাইসহ তার পরিবারের মৃতদের উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমার জামাই তার বাবার ১০বিঘা জমি ভাগ পায়। এছাড়াও জামাই বিদেশ থাকাকালীন অবস্থায় আমার মেয়ের নামে ব্যাংকে প্রায় অর্ধকোটি টাকা জমা রাখে। আর এই সব সম্পদই আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার জামাই মারা যাবার পর থেকে আমার মেয়ের কাছে থাকা সোনার অলংকার, টাকা ও জমিগুলো হাতিয়ে নেওয়ার জন্য মেয়ের ননদ শাকিলা ইয়াসমিন ও তার স্বামী আব্দুস সালাম পিন্টু, দেবর আলীম ও তার স্ত্রী রিনাসহ এই পরিবারের সবাই আমার মেয়েকে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।


এই বিষয়ে তারা আমাকেসহ আমার মেয়েকে একাধিকবার মারপটিও করেছে। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে আমি ও আমার মেয়ে চায়না একই ঘরে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর রাতে বাহিরের হট্টগোলে আমার ঘুম ভেঙ্গে গেলে দেখি আমার ঘরের দরজা বাহির থেকে লাগানো এবং আমার কাছে আমার মেয়েও নেই। এরপর শুনতে পাই বাড়ির পাশে পুকুরে বস্তাবন্দি অবস্থায় আমার মেয়ে চায়না। এই পরিবারের লোকজন আমার মেয়েকে রাতের আধাঁরে নিয়ে গিয়ে মারপিট করে হত্যার উদ্দ্যেশ্যে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। কিন্তু আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছে। এখন আমার মেয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এই পরিবারের সকল নরপশুদের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন সকালে মসজিদ থেকে নামাজ পড়ে পুকুরের পাশ দিয়ে আসার সময় মুসল্লিরা দেখতে পায় যে পুকুরের পাশে বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করছে। এরপর বস্তা খুলে তারা দেখতে পান যে বস্তার মধ্যে আধা মরা অবস্থায় গৃহবধূ চায়না। এসময় চায়নার হাত,পা ও মুখ বাধা ছিলো। চায়নার মুখ দিয়ে ফেনা উঠছিলো। তার শরীরে মারপিটের একাধিক চিহ্নও দেখা গেছে। তখন আমরা চায়নাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চায়না সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


স্থানীয়রা বলছেন, চায়না শান্তশিষ্ট একজন গৃহবধূ। এই পরিবারের লোকজন তার স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো গ্রাস করার জন্য পূর্বপরিকল্পিত ভাবেই চায়নাকে হত্যা করতে চেয়েছিলো। তারা মারপিট করে চায়নার পেটের সন্তানসহ তাকে মেরে ফেলতে চেয়েছিলো কিন্তু তারা চায়নাকে মেরে ফেলতে পারেনি। এই পরিবারের লোকজন চায়নাকে অনেক আগে থেকেই বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিলো। আমরা এই পরিবারের সবার দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভান্ডাগ্রামে রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এই মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করছে। শনিবার সকালে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুল প্রাঙ্গনে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুলের শতাধিক শিক্ষার্থীসহ এলাকার প্রতিবন্ধি, বাত, ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে এই ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: সামছুল আলম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সদস্য এনামুল হক রানা, ডা: আজগর আলী, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মতিন, আনোয়ারুল ইসলাম, নকিব উদ্দিন, ডা: ফজলুর বারী প্রমুখ।


ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: মো: আসাদুজ্জামান, থেরাপী সহকারি ওছিম উদ্দিন, টেকনিশিয়ান সুমি আক্তার, কম্পিউটার অপারেটর জাহাঙ্গির হোসেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পাঁচদিন ব্যাপী গাদল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলার লখাইজানি গ্রামের মাঠে গাদল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওয়ান স্টার গাদল দল মহাদেবপুর গাদল দলকে ৪-০ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মোফাজ্জল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জাহাঙ্গীর।
খেলায় প্রধান অ্যাম্পেয়ার প্রফেসর শরিফুল ইসলাম খান এবং সহকারী অ্যাম্পেয়ার হিসেবে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, আশিষ সাহা, মোশাররফ হোসেন, রন্্জু আহমেদ, ফিরোজ হোসেন, রায়হান, হিরো দায়িত্ব পালন করেন।


এসময় একুশে পরিষদ লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল, একুশে পরিষদ লখাইজানি শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, রফিকুদ্দৌলা রাব্বি প্রমূখ। খেলা শেষে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার পুরস্কার বিতরণ করেন। খেলা শুরুর আগে শহীদ পুলিশ সুপার নজমুল হকের অত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১৮ জুন খেলাটি শুরু হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী। আলোচিত এই ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্টপুর চকনরসিং গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের উপেন চন্দ্র হাওলাদারের স্ত্রী রীতা রানী ২ সন্তানের জননী স্বামীর প্রতি পরকীয়ার অভিযোগ তুলে গত শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বেøড দিয়ে কেটে ফেলে। আহত স্বামী উপেন চন্দ্র হাওলাদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী রীতা রানীকে গ্রেপ্তার করে এবং কর্তনকৃত লিঙ্গটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় রীতা রানী জানায় তার স্বামীর অন্য মেয়ের সংগে সম্পর্ক রয়েছে। ঐ মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেছে জঙ্গলে এটা সে সইতে না পেরে স্বামীর লিঙ্গ কর্তন করেছে। ভুল বুঝাবুঝির ভুলে সংসার জীবনের সবচেয়ে কাছের ভালবাসার মানুষটির জীবন পঙ্গু করে দিলেন ঘাতক স্ত্রী।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহিনুর রহমান ও এসআই নিপেন্দ্রনাথ জানায় রীতা রানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপেন চন্দ্র হাওলাদারের মামা বাদল চন্দ্র হাওলাদার বাদী হয়ে রীতা রানীর বিরুদ্ধে ৩২৬ ও ৩০৭ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাহমুুদুন নবী বেলাল, নওগাঁ: প্রচন্ড গরমে জীবন যাপন বিপর্যস্থ হয়ে পড়েছে। নওগাঁ জেলায় রমজান মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই তাপদাহ একই ভাবে চলছে গত ২৫ দিন যাবত। তবে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে বলে নওগাঁ বছলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। গত ১০ জুন ছিল নওগাঁ জেলাসহ পাশ্ববর্তি এলাকা গুলোয় সর্বচ্চো তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রী সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আবাহাওয়া অফিস বলছে এটাকে মুদু তাপ প্রবাহ। শুক্রবার যোশহর জেলায় দেশের সর্বচ্চো তাপমাতা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেকক্ষক হামিদুল হক জানান, প্রতি বছর এই সময় বাতাসে জ্বলিয় বাস্পের পরিমান বেশী থাকে। ফলে এই সময় তাপমাত্রা সাধারনত বেড়ে থাকে। বর্তমানে বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয়। তবে এই অঞ্চলে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে।

মাহমুুদুন নবী বেলাল, নওগাঁ: স্বস্থিকর একটি অবস্থার মধ্যদিয়ে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে নওগাঁ শহরবাসী। শহরে ছিলনা অসহনীয় যানজট। চাঁদাবাজি, পকেটমার আর ছিনতাইকারীর শিকার হওয়ার কোন খবরও পাওয়া যায়নি। ১১টি উপজেলা ছাড়াও নওগাঁর পার্শ্ববর্তি জেলা বগুড়া ও জয়পুরহাট থেকেও প্রতিবারের মতো এবারও মানুষের ঢল নেমেছিল নওগাঁয় ঈদের কোনাকাটায়। শহরের অপ্রসস্থ সড়ক গুলিকে করা হয়েছিল একমূখি। সেই সড়ক গুলির যাজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নিয়োজিত তরুনরাও দায়িত্ব পালন করছেন। ব্যবসা প্রধান এলাকা গুলোয় চেম্বারের স্থাপিত নিজস্ব সিসিটিভি ক্যামেরাও গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করেছে। এছাড়াও ছিল ব্যবসায়িদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেও স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। নওগাঁর জেলা প্রশাসক মেঃ মিজানুর রহমান ও নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের নির্দেশনায় ও ব্যক্তিগত তদারকিতে এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্রলস প্ররিশ্রমেই এতোসব সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেতা-বিক্রেতা ও শহরবাসী। জেলা প্রশাসনের অব্যাহত ভেজাল বিরোধি অভিযান এবার ইফতারের খাদ্যসামগ্রী ও স্থানীয় ভাবে তৈরী খাদ্যদ্রব্য ছিল ভোজাল মুক্ত। যত্রতত্র বসেনি কোন ইফতার খাদ্য সামগ্রীর দোকান।


সুত্র জানায়, তীব্র গরম উপেক্ষা করে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নেমেছিল ঈদের কেনাকাটায়। ১০ রমজানের পর চাঁদ রাত পর্যন্ত গভীর রাত অবধী চলেছে ঈদের কেনাকাটা। ফলে শহরে ছোট ছোট যানবাহন বিশেষ করে ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্্রা, সিএনজি চালিত অটো নিয়ন্ত্রন করা ছিল দূরহ ব্যাপার। তবুও সেই কঠিন কাজটিও করেছিল নওগাঁর পুলিশ বিভাগের প্রতিদিনের কর্তব্যরত পুলিশ সদস্যরা। শহর অনুপাতে বাজার মহল্লার রাস্তা গুলো অপরিকল্পিত ও অপ্রসস্থ। এছাড়াও তরুনদের তীব্রগতিতে বাইক চালানো বিষয়টিও ছিল কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রিত। ফলে অনাকাংখিত দুর্ঘটনাও ঘটেনি শহরে। প্রতিবার বিশেষ করে ঈদের দিন নওগাঁ শহর বাইপাস সড়কে তরুন বাইক চালকদের তীব্রগতিতে বাইক চলানোর এক প্রকার প্রতিযোগিতা চলতো। এতে প্রতি বছরই ঈদের দিন গুলোতে দূর্ঘটনায় প্রাণহানীর মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এবার পুলিশের বিশেষ নজরদারী ছিল এই বিষিয়টিতে। ফলে দূর্ঘটনা এড়ানো গেছে।


নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শহরিয়ার রাসেল বলেন, নওগাঁ শহরে এবার ঈদ ছিল স্বস্থিদায়ক । জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর সমন্বিত প্রচেষ্টায় নওগাঁর মানুষ শান্তিপূর্ণ ভাবে পবিত্র রমজান মাসে কেনাকাটাসহ পবিত্র ঈদুল ফিতর পালন করতে পেরেছেন। ছিনতাই, চাঁদাবাজী পকেট মারেরমত কোন ঘটনা ঘটেনি। নওগাঁ শহরে যানজটমুক্ত ও তিব্রগতিতে তরুনদের বাইক চালানো নিয়ন্ত্রন একটি বড় সমস্যা বিশেষ করে উৎসবের দিন গুলোকে কেন্দ্র করে। সেটিও এবার সহনীয় পর্যায়ে ছিল। নওগাঁ চেম্বারে পক্ষে যতটুক ুসম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি।
নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এ প্রসঙ্গে বলেন, দুই পবিত্র ঈদ ও দুর্গা পূঁজায় নওগাঁ শহরে প্রচন্ড যনজটের সৃষ্টি হয়। এই বিষয়টি নিযন্ত্রনের জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করেছি। এছাড়াও বিশেষ করে তরুণ বাইক চালকদের বেপোরওয়া ভাবেই বাইক চলানোর কারনে বিগত বছর গুলোতে এই উৎসবের দিন গুলোতে দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এবিষয়ে চালকেদের সতর্ক করে মাইকিং করা হয়েছে। বিশেষ বিশেষ স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছিল। এবার আমরা এধরনের দূর্ঘটনা এড়াতে পেরেছি। ছিনতাই, চাদাবাজি ও পকেটমারের কোন ঘটনা ঘটেনি। এছাড়াও পথচারী ও বয়স্ক মানুষের কথা বিবেচনা করে লাউড স্পীকারে গান যেনো না বাজানো হয় সে বিষয়ে আগের থেকেই সতর্ক করা হয়েছিল। আমি আমার প্রচেষ্টা ও পূর্বের অভিজ্ঞতা প্রয়োগে এবং নওগাঁ বাসীর সহযোগিতায় এবার পবিত্র ঈদুল ফেতর শান্তিপূর্ন অবস্থার মধ্যদিয়ে পালন করা সম্ভব হয়েছে।


নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদ ও রমজান মাসকে সমনে রেখেই আমরা বিভিন্ন গ্রæপের সাথে মতবিনিময় করেছি। যেনো যে যার দায়িত্বটা সুষ্ঠু ভাবে পালন করতে পরে। এক্ষেত্রে নওগাঁ চেম্বার আব কমার্স এন্ড ই্ডাষ্ট্রি’র ভাল সহযোগিতা পেয়েছি। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা নিয়েছিলাম। ইমামদের মাধ্যমে প্রতিটি মসজিদে মুসল্লিগনকে বিষয় গুলো অবহিত করার জন্য। ভেজাল বরোধী অভিযান অব্যাহত ছিল। নওগাঁ জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা ও ভ‚মিকা ছিল নি:সন্দেহে উল্লেখযোগ্য। এবার সকলের সহযোগিতায় আমরা পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও শন্তিপূর্ন ভাবে পালন করতে পেরেছি।

রিপোর্ট : ইমাম বিমান: সাংবাদিক বান্ধব সংগঠন ’বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিএমএসএফ’র জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আ: মান্নান তাওহীদ পবিত্র কোরআন থেকে তেলোতের মাধ্যমে শুক্রবার সকালে শহরের একটি চাইনিজ রেস্তারায় অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী ্ও সাংগঠনিক সভার র্কাযক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোতের পর গীতা পাঠ করেন রুহি দাস বিশ্বাস।

বিএমএসএফ’র ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমএসএফ’র ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কাওসার হোসেন।

উক্ত অনুষ্ঠানে দেশের সকল স্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ের লক্ষে সাংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ কে আরো শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানিযে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ সভাপতি শফিউল আজম টুটুল, সহ সভাপতি প্রভাষক মেজবাহ উদ্দিন খান রতন, কাঠালিয়া উপজেলা সভাপতি ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, রাজাপুর উপজেলা সভাপতি আহসান হাবিব সোহাগ, সিনিয়র সহ সভাপতি রুহি দাস বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুল ইসলাম পলাশ, নলছিটি উপজেলার পক্ষে জেলা কমিটির সদস্য গোলাম মাওলা শান্ত ও ইব্রাহিম খান শাকিল প্রমুখ। এ ছারাও জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ঈদপূর্নমিলনী ও সাংগঠনিক সভায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও নলছিটি উপজেলা শাখার অবিলম্বে অফিস নেয়ার সিন্ধান্ত গৃহীত হয়।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাও (জিগাও) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক হোসেন উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মানিক টেবিল ফ্যানের লাইন দিতে গেলে সুইচ বোর্ডে তার হাত আটকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাপাহারে দুই আম ব্যবসায়ী ও বদলগাছীতে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় হিরন (৩০) ও আব্দুস সালাম (২৫) নামে দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার উপজেলা সদর গোডাউন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ বলেন, নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। অপরদিকে একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে দুই ব্যবসায়ীসহ অন্য যাত্রীরা সাপাহার বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউন পাড়া মোড়ে ব্যাটারিচালিত চার্জার ভ্যানকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে চার্জার ভ্যানে থাকা দুই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রীকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় ভ্যন যাত্রী লাব্বিক হোসেন (৮) শিশু নিহত হয়েছে। শুক্রবার উপজেলার মির্জাপুর এলাকার কুসারমাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ভ্যানচালক মকলেছুর রহমান আহত হয়েছেন। আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে মির্জাপুরের গ্রামের বাড়ি থেকে মকলেছুর রহমান ছেলে লাব্বিককে সাথে নিয়ে ভ্যনে বদলগাছী সদরে যাচ্ছিলেন। এ সময় বদলগাছীগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই লাব্বিকের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়েছে। বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃতে্যু হয়েছে। এর আগে গত ১৭ জুন রাতে সদর উপজেলার তালতলী মাদরাসা পাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার বোয়ালিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে হত্যাকারী আমিনুল ইসলাম শ্যামল (৩৫) পলাতক রয়েছেন। তিনি শেখপুরা গ্রামের মৃত আব্দুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৭ জুন) বিকেলে তালতলী মাদরাসা পাড়ায় ক্যারাম বোর্ডে গুটি সাজানোকে কেন্দ্র করে শাহীনের সঙ্গে আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরপর স্থানীয়ভাবে এলাকার লোকজন মিমাংসা করে দেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আবারও ফুটবল খেলা দেখতে আসেন শাহীন। খেলা দেখার এক পর্যায়ে শাহীনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান আমিনুল ইসলাম। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে আটকের জোর প্রচেষ্টা চলছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে চুরি যাওয়া গরু ও ট্রাকসহ তিন কিশোর চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে ব্যারিকেড সৃষ্টি করে তাদের আটক করা হয়। এসময় চুরি যাওয়া তিনটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৫৭৩৭) জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো রাজশাহীর কাটাখালি এলাকার আব্দুলের ছেলে লাল চান (১৬), মান্দার ঘোনা গ্রামের মোজাহারের ছেলে সাকিল (১৫) ও তেতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের রজিন্দ্রনাথ প্রামানিকের ছেলে সুজিত কুমার প্রামানিক (১৭)। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল জানতে পারেন যে, পাঁড়ইল ইউনিয়নের বিদিরপুর গ্রামের ময়েজ উদ্দীনের বাড়ী থেকে তিনটি গরু চুরি করে চোরেরা মান্দার চৌবাড়িয়া অভিমুখে যাচ্ছে। এমন সংবাদে তাৎক্ষনিক দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ নাজমুল হকের নেতৃত্বে এসআই মুকুল, এসআই সরোয়ার হোসেনসহ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খড়িবাড়ী বাজারের তিনমোহনী মোড়ে স্থানীয় লোকজন নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। চোরেরা মোড়ে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত গরুসহ ট্রাকটি নিয়ে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে। শেষে ব্যারিকেড ভাঙ্গতে ব্যর্থ হলে তারা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ ও স্থানীয় জনতা দৌড়ে তাদের আটক করে। এসময় জনতার গন পিটুনিতে চোরেরা গুরুতর জখম হয়। পরে তাদের আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসিতদন্ত) নাজমুল হক জানান, আটককৃত চোরদের পুলিশি পাহারায় চিকিৎসা চলছে। সুস্থ্য হলেই তাদের জেলহাজতে পাঠানো হবে।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় যানজট লেগেই আছে। দীর্ঘস্থায়ী যানজটের কারণে একদিকে যেমন ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য অন্যদিকে বেড়েছে জনদুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যত্র-তত্র ট্রাক রেখে চরম সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক চালকদের।


বেনাপোল বন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৬শ’ পণ্যবোঝাই ট্রাক যাতায়াত করে। এর দুই-তৃতীয়াংশ ভারতীয়। কিন্তু আমদানি পণ্যবোঝাই শত শত ট্রাক রাখার জন্য নামমাত্র একটি ট্রাক টার্মিনাল থাকলেও নেই পর্যাপ্ত জায়গা। সেখানে আবার ভারতীয় ট্রাকের চেয়ে বিভিন্ন পণ্য রাখা হয় বেশি। জায়গা না পেয়ে বাধ্য হয়ে তাই যত্রতত্র রাখা হচ্ছে মূল্যবান পণ্য বোঝাই শত শত ট্রাক। এতে বন্দরে পণ্য ও যানজটের সৃষ্টি হচ্ছে।


ব্যবসায়ীরা জানান,ট্রাক যে কারণেই আটকা পড়–ক না কেন বন্দরের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য আনলোডে ব্যর্থ হলে ট্রাক প্রতি প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা বিলম্ব ফিস গুণতে হয়।


এদিকে, দিনের পর দিন ভারতীয় ট্রাক আটকা পড়ায় ট্রাক থেকে প্রায়ই পণ্য চুরির ঘটনা ঘটছে। পথে অতি কষ্টে থাকতে হয় আটকা পড়া ট্রাকের চালকদের। মাঝেমধ্যে চাঁদাবাজির কবলেও পড়তে হয় তাদের।


বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিএন্ডএফএজেন্ট ও রপ্তানিকারকদের অভিযোগ, সরকারি প্রতিবছর বন্দর থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে তেমন নজর নেই। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ট্রাক টার্মিনালে সৃষ্ট পণ্য ও যানজটের কারণে বন্দর ২৪ ঘন্টা খোলা রাখার সুফল মিলছে না।
তবে জায়গা স্বল্পতার কথা স্বীকার করে সৃষ্ট পণ্য ও যানজটের জন্য বন্দর ব্যবহারকারীদের দুষলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম। আর কাস্টমস কমিনার মো. বেলাল হোসাইন চৌধুরী বললেন, পৌর কর্তৃপক্ষের নির্মানাধীন ট্রাক ও বাস টার্মিনালের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে।

নওগাঁ: মাদকাসক্ত বাবা প্রায়ই নেশা করে এসে মাকে মারধর করে। নেশার টাকা জোগাড় নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। গত সোমবার (২১ জুন) দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এলে কলেজপড়–য়া ছেলে রাজু আহমেদ (২২) বাবাকে নেশা ছেড়ে দিতে বলে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতের পাশে থাকা হাসুয়া দিয়ে ছেলেকে আঘাত করেন নেশাগ্রস্ত বাবা মতিউর রহমান (৫০)। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে মৃত্যু হয় তাঁর।


নিহত রাজু আহমেদ রাজশাহী কলেজে মনোবিজ্ঞান বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ছেলেকে হত্যায় দায়ে মা জয়নব বেগম নিয়ামতপুর থানায় স্বামী মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এখনও অভিযুক্ত মতিউর রহমানকে ধরতে পারেনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মতিউর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশা করে এসে প্রায় স্ত্রীকে মারধর করে। এমনকি পাড়া-প্রতিবেশির সঙ্গেও তাঁর মাঝে-মাঝেই ঝগড়া-বিবাদ হয়। এলাকার লোকজন তাঁর ওপর অতিষ্ঠ। গত সোমবার দুপুরে মতিউর রহমান নেশা করে বাড়িতে ঢুকলে বাবাকে নেশা ছেড়ে দিতে বলে ছেলে রাজু আহমেদ। নেশা ছাড়তে না চাইলে বাবা-ছেলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতের পাশে থাকা হাসুয়া দিয়ে ছেলের মাথায় করেন নেশাগ্রস্ত বাবা মতিউর রহমান। গুরুত্বর জখম অবস্থায় ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাজু আহমেদ। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা যান তিনি। এ ঘটনায় ছেলেকে হত্যার দায়ে রাজুর মা জয়নব বেগম স্বামীর বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা করেছেন।


জয়নব বেগম বলেন, ‘স্বামী মতিউর নেশা করে বেড়ায়। সংসারের খোঁজ নেয় না। বাবাকে নেশা ছেড়ে দেওয়ার জন্য এর আগেও আমার ছেলে নিষেধ করেছে। কিন্তু ওই লোক কারও কথা শুনে না। নেশা করে এসে আমাকে প্রায়ই মারধর করে। ছেলে এগুলো সহ্য করতে পারত না। এগুলোর প্রতিবাদ করায় বাবা-ছেলের প্রায়ই ঝগড়া হতো। অবশেষে ছেলেকে মেরেই ফেলল। আমি এ ঘটনার ন্যায্য বিচার চাই।’
গ্রামবাসীরা জানান, রাজু আহমেদ খুব মেধাবী ছাত্র ছিল। রাজুর ছোট এক ভাই ও বোন রয়েছে। বাবা নেশাগ্রস্ত হওয়ার কারণে প্রায়ই তাঁদের সংসারে টানাটানি লেগে থাকে। রাজশাহীতে টিউশনি করে লেখাপড়ার খরচ জোগাতেন তিনি।
নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি মতিউরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে ধরার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই-পোরাখালী রাস্তার বৈঠাখালী হতে থলওলমার মাঝে প্রায় ৫০০ ফুট রাস্তা সংস্কারের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছিল এলাকার হাজার হাজার জনগণ। রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নেয়ায় অবশেষে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী। এ রাস্তা সংস্কার করায় এলাকার ১৫ গ্রামের হাজার হাজার পথচারী সুফল পেতে যাচ্ছেন।
বৈঠাখালী গ্রামের বাসিন্দা জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা বলেন, বৈঠাখালী হতে থলওলমা হয়ে মেটো রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক পথচারী চলাচল করে থাকে। বিশেষ করে উপজেলার থলওলম, ভাগসুন্দর, কাঁন্দওলমা, হরিপুর, বিশা, বৈঠাখালী, উদয়পুর, ভাঙ্গাজাঙ্গাল, নাটোরের খাজুরা, চাঁনপুরসহ প্রায় ১৫ গ্রামের হাজার হাজার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। শুস্ক মৌসুমে ওই এলাকার লোকজনের চলাচলের জন্য এ রাস্তার বিকল্প আর কোন রাস্তাও নেই। রাস্তাটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে ওই এলাকার লোকজন তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। এ ছাড়াও স্কুলগামী শিক্ষার্থী, নারী ও শিশু পথচারীরা চরম দুর্ভোগের শিকার হয়। এ দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের ভরসায় আর না থেকে এলকাবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে লেগে গেছেন।
তিনি আরো বলেন, এলাকাবাসীর এ দুর্দশা দেখে আর সহ্য করা যায় না। তাই তাদের সাথে আমি নিজেও আজ সংস্কার কাজে যোগদান করেছি।
থলওলমা গ্রামের শহিদুল ইসলাম বলেন, আমরা রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। তিনি অধ্যাবধি কোন পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে আমরা নিজেরাই সংস্কার কাজ করছি।
ভাঙ্গাজাঙ্গাল গ্রামের মাহবুবুল ইসলাম মিলন, হরিপুরের ওহিদুর মেম্বার, ডুবাইয়ের মোহাম্মদ আলী বলেন, এই রাস্তা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও রাস্তাটির প্রতি কর্তৃপক্ষের নজর নেই। এটি দ্রæত পাকা হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তাটি সংস্কারের পরিকল্পনা আমার ছিল। আগেই যখন এলাকাবাসী করেছে তা ভালই হয়েছে।
আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এ রাস্তাটি কাঁন্দওলমা পর্যন্ত পাকা করণ করা হয়েছে। আরও তিন কিলোমিটার অর্থাৎ ভৈঠাখালী পর্যন্ত পাকা করণের প্রাক্কালন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে আসলে রাস্তাটি পাকা করণ করা হবে। তখর এলাকাবাসীর আর দুর্ভোগ থাকবে না।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: দক্ষিন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাচীণ নির্দশন পাহাড়পুর বৌদ্ধবিহার যা বর্তমানে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলেও এখানে যাওযার একমাত্র ভিআইপি সড়কটি বর্তমানে গ্রামের মেঠোপথে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।


তবু ভ্রমনের আনন্দ নিতে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে পর্যটকররা আর বাধ্য হয়েই চলাচল করছেন এই জনপদে বসবাসরত সাধারন মানুষরা। এই বেহালদশা রাস্তার কারণে দিন দিন এই ঐতিহ্যে পর্যটক সংখ্যা কমছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সড়ক ও জনপদ বিভাগ আশ্বাস দিয়ে আসছে বহুদিন যাবত। তাই বর্তমানে খানাখন্দক আর মরণ ফাঁদে পরিণত হয়েছে নওগাঁর বদলগাছী-পাহাড়পুর ভিআইপি একমাত্র সড়কটি।ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে যাবার একমাত্র ভিআইপি সড়কটি এখন গ্রামের মেঠোপথ, চরম দুর্ভোগে আগত পর্যটকরা


সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁ জেলা শহর থেকে জয়পুরহাট পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার জনগুরুত্বপ‚র্ণ সড়কটি বদলগাছীর নতুন ব্রিজ থেকে ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর হয়ে উপজেলার শেষ সীমানা দৈবরাইল বটতলি পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক খানাখন্দকের সৃষ্টির হয়ে চলাচলের অনুপযোগী ও মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কটির দিয়ে জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন চলাচল করছে। যতই দিন যাচ্ছে ততই এই সড়ক দিয়ে চলাচলরত যানবাহনের সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় সড়কটি প্রশস্ত না করায় প্রতিনিয়তই চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রী সাধারন ও আগত পর্যটকদের।


ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর পরিদর্শনের জন্য দেশী-বিদেশী পর্যটক ও পিকনিকের বাস, মাইক্রোবাস, ভটভটি, ভ্যান গাড়িসহ অনেক যানবাহন চলাচল করে। এছাড়া উত্তরবঙ্গের নামধারী পিকনিক স্পট দিনাজপুর জেলার স্বপ্নপুরী, রংপুর জেলার ভিন্ন জগৎ ও জয়পুরহাট জেলার বুলুপাড়া শিশু
উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে যান বাহন চলাচল করছে জীবন ঝুঁকি নিয়ে। যে কোন মুহুর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।


রংপুর কারমাইকেল কলেজ থেকে আসা শিক্ষার্থী মোছা: নাছরিন আক্তার, সিমা আক্তার, রুহুল আমীনসহ আরো অনেকেই বলেন, শুধু দেশ নয় বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকসহ অনেকেরই এই পাহাড়াপুর ভ্রমন করার ইচ্ছে হয়। কিন্তুএ খানে আসার একমাত্র সড়কটির যে বেহাল অবস্থা শুধু এই রাস্তার কারণে অনেক পর্যটকরা এখানে আসবে না।। যারা এখানে একবার আসবে রাস্তার বেহাল দশার কারণে পরবর্তিতে তারা আর এখানে আসতে চাইবে না। তাই জরুরী ভিত্তিতে পর্যটকদের জন্য এই রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন। তা না হলে এখানকার পর্যটক সংখ্যা দিন যাবে শুধুই কমবে বাড়বে না।


পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর বলেন, বদলগাছী-পাহাড়পুর ১৪ কিলোমিটার সড়কের যে অবস্থা হয়ে পড়েছে যানবাহন চলাচল করা তো দ‚রের কথা ছোট যানবাহন ভ্যান, চার্জার এমনকি পায়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া গত মাসে পাহাড়পুর ইউপির দেবরাইল নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ট্রাক ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হয়। এছাড়া শুরুকালী নামক স্থানে খানাখন্দকের কারণে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যুসহ প্রায় ২৫ জন আহত হয়। প্রতিনিয়তই এরকম ছোট-খাটো দুর্ঘটনা ঘটছেই।


স্থানীয়রা বলেন, এর আগেও অনেক ট্রাক উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। জরুরীভাবে সড়কটির সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া সড়কটির দু’ধারে মার্কেটগুলো উঁচু হওয়ায় সড়ক নিচু যার কারণে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে থাকায় ক্ষতি আরো বেশী হয়। যে স্থান থেকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে সেই স্থানটিতে যাওয়ার একমাত্র সড়কটি এখনো যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে তা আমরা ভাবতেও পারি না।


পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মো: ছাদেকুজ্জামান বলেন, পাহাড়পুরে আসার এই রাস্তাটির জন্য আমি সড়ক ও জনপদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার বলেছি। অনেক সময় দ‚র-দুরান্ত থেকে আসা মাইক্রোবাস রাস্তার বড় বড় গর্তে আটকা পড়ে পড়তে হয় জটিলতার মধ্যে। ইতিপ‚র্বে এই রাস্তার বেহাল দশা উল্লে¬খ করে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সড়ক ও জনপদ বিভাগ কিছু আধলা ইট দিয়ে বড় বড় গর্তগুলো দায়সারানো মেরামত করলেও কিছুদিন পর তা উঠে গিয়ে সাবেক রূপ ধারণ করেছে। জরুরী ভাবে এই রাস্তাটি সংস্কার করা কিংবা নতুন আধুনিক মান সম্মত ভাবে নির্মান না করলে ভবিষ্যতে পর্যটক সংখ্যা কমবে বলে তিনি আশংকা করছেন।


নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল হক বলেন, গত মে মাসে সড়কটির কাজের প্রকল্প একনেকে পাশ হয়েছে। এখন টেন্ডার হলেই বড় ঠিকাদার এসে কাজ শুরু করবে। বদলগাছী-পাহাড়পুর রাস্তার দু’পাশে ৪ ফিট করে বাড়িয়ে দৃশ্যমান রাস্তা তৈরি হবে বলে তিনি জানান।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ব্যাপক গণসংযোগ করেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য নওগাঁ-২ ধামইরহাট-পতœীতলা আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার মো.আব্দুর রশীদ ব্যাপক গণসংযোগ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও উল্লেখ্যযোগ্য সংখ্যক মোটর সাইকেল বহর নিয়ে তিনি পতœীতলা ্উপজেলার সারাইডাঙ্গা থেকে গনসংযোগ শুরু করেন। পর্যায়ক্রমে তিনি গগণপুর, বড়থা বাজার, ফতেপুর বাজার, বিহারীনগর, হরিতকীডাঙ্গা, শল্পীবাজার, মঙ্গলবাড়ী বাজার হয়ে ধামইরহাট বাজারের বাইপাস সড়ক দিয়ে আমাইতাড়া, ফার্শিপাড়া, বীরগ্রাম, আগ্রাদ্বিগুন দিয়ে পতœীতলা উপজেলায় গনসংযোগ করেন। গনসংযোগের সময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় পক্ষে ভোট প্রার্থনা করেন।

মো: রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট কাস্টমস্ ইমিগ্রেশনের ডিউটি ফ্রি শফ থেকে ৫টি বিদেশী মদের বোতল উত্তলোন করে বাইরে পাচারের সময় আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে মো:জাহিদ হাসান পলাশ(২৭) নামে একজন ভুঁয়া লেবারকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মো: ইসমাইল হোসেনেরর ছেলে।
বৃহস্পতিবার (২১জুন) দুপুর সাড়ে ৩ টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার হারাধন ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক জাহিদ হাসানের কাছ থেকে ডিউটি ফ্রি শপের বিদেশি মদ ভ্যাট সিক্সটি নাইন ৩ পিচ,ব্যাক এ্যান্ড হোয়াইট ১পিচ এবং অ্যাপছোলেট রাজবেরি (ভোটকা) ১ পিচ মোট ৫ টি মদের বোতল সহ তাকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য বাংলা টাকা ৭৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার হারাধন জানান, আটক মাদক পাচার কারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী হয়ে নেকমরদ মহাসড়ক গত কয়েক বছর ধরে ধরে ধান, ভুট্টা মাড়াই শুকানোর কাজে ব্যবহার করছে কিছু মানুষ। এ ফসল শুকানোর জন্য চলাচলের রাস্তা ধানের চাতালে পরিণত হয়েছে। এতে করে গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে কয়েকটি এবং দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনার আশংকা।মহাসড়কে ফসল শুকানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে স্মারকলিপি প্রদান


তারই প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাসহ স্থানীয়, কৃষক, ছাত্র ও যুবকেরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে স্থানীয় অনলাইন পত্রিকা বালিয়াডাঙ্গী২৪ সম্পাদক সামিউল্যাহ সমরাট তাঁর বক্তব্যে বলেন, ব্যস্ত সড়কে ফসল শুকানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। আমরা সামাজিক সচেতনতা তৈরিতে যুব সমাজকে সম্পৃক্ত করে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের জন্য এ মানববন্ধন করেছি। আমরা আশা করছি বিষয়টির আশু সমাধান হবে।


স্থানীয় সাংবাদিক জুলফিকার আলী বলেন, চলাচলের জন্য ধানের চাতাল নয়, নিরাপদ সড়ক চাই। ফাঁকা ও নিরাপদ সড়কে চলাচল করার ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এ সময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক আল মামুন জীবন, স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, আইনজীবি ফয়সাল কবির সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, ছাত্রলীগ নেতা মিকাইল হোসেন, সাংবাদিক হারুন অর রশিদ, জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সমাজকর্মী আব্দুল আজিজ, ইডেন, আজাদ আল শামস, রাজু হাসান রবি, আবু শালেক প্রমুখ।


মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান এর মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার জামতলা হতে শার্শা সড়কের লাউতারা গ্রামের লালুর মোড়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা থেকে আসা মোটরসাইকেল ও অপর দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানের চালক সহ চার জন যাত্রী নিয়ে শার্শার দিকে আসছিলো ওই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঘটনা স্থানে এক জন মারা যায় ও ৪ জনকে আহত অবস্থান শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহত কন্যাদহ গ্রামের মৃত বাদল মোড়লের ছেলে আতিয়ার রহমান পতু(৬৫) ঘটনাস্থলে মারা যায়।
নিহত আতিয়ার রহমানের দুই ছেলে ও এক মেয়েকে রেখে চলেগেলেন না ফেরার দেশে। এই দূর্ঘটনা এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন মোছাঃ আনিছা নামে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন ।


সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী ঢাঙ্গী পুকুর গ্রামের আনিসুর রহমানের কণ্যা মোছাঃ আনিছা আক্তাররের একই ইউনিয়নের চোঙ্গা খাতা গ্রামের সাব্বির হোসেনের পুত্র হামিদুর রহমানের সাথে পাঁচ বছর পূর্বে বিয়ে হয় ।


আনিসা আক্তারের একটি মেয়ে সন্তান রয়েছে, তার বয়স দুই বছর। মেয়েটির নাম প্রিয়া। ইতিপূর্বে আনিছার বাবা তার মেয়ে ও জামাইকে ঈদের দাওয়াত দেয় । গত ১৮ জুন আনিছা তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলেল সাব্বির হোসেন তার স্ত্রী আনিছা আক্তারের সংঙ্গে কথা কাটা কাটি হয় এক পর্যায়ে সাব্বির অন‍্যায় ভাবে গালিগালাজ মারপিট ও শারীরিক ভাবে নির্যাতন করে ।


ঘটনাটি গড়েয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্যকে অবগত করা হলে আনিসা আক্তার কে অন্ধকার এক গলিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখিলে মহিলা ইউপি সদস্য তাকে উদ্ধার করে সু-চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন । আনিছা আক্তার কে তার বাবা ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানো হয়।


বর্তমানে আনিছা চিকিৎসা ধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আছে । আনিছার দুই বছরের বাচ্চাকে তার মায়ের কাছে থেকে আলাদা করে রাখা হয়েছে। আনিছা ও তার বাবা বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

সুকুমল কুমার প্রামানিক, নওগাঁ: নওগাঁর রাণীনগরে দুই সন্তানের জননী সিনকী বিবি (২৬) কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টায় একই গ্রামের চাচা শ্বশুড় মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় একটি অবিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের পারইল জোয়াদ্দারপাড়া গ্রামে। এই ঘটনার পর থেকে মিজানুর ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সিনকী বিবি ওই গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী।


সিনকী বিবি জানান, গত মঙ্গলবার দুপুরে তিনি বাড়ির উঠানের টিউবয়েল থেকে পানি আনতে গেলে তাকে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা লম্পট চাচা শ্বশুড় (গ্রাম সম্পর্কে) মিজানুর রহমান তাকে হাত ও মুখ ধরে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় সিনকি বিবির চিৎকারে তার ননদ নার্গিস ও দেবরের মেয়ে মৌসুমী এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি পরিবারের ও গ্রামের লোকজনকে জানানোর অপরাধে প্রভাবশালী লম্পট মিজানুর ও তার পরিবারের সদস্যরা সিনকি বিবিকে মটরসাইকেলের চেইন দিয়ে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। পরে সিনকি বিবির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। বর্তমানে সিনকি বিবি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। এই ঘটনার পর থেকে মিজানুর ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকলেও বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য সিনকি বিবি ও তার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি প্রদান করে আসছে।


সিনকি বিবির স্বামী মাজেদুল ইসলাম বলেন, এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। আমি লম্পট মিজানুর ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন এই বিষয়ে আমি একটি লিখিত অবিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget