মন চাইলেও একটি ভালো পোশাক কেনার টাকা থাকে না : অগনিত শ্রোতাদের দিয়েই গেলাম কিন্তু প্রাপ্তির খাতা শূণ্য

নওগাঁর বরেন্দ্র রেডিও’তে কেটে গেলো রিফাতের ৭টি বসন্ত


ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বরেন্দ্র কমিউনিটি রেডিও’র প্রধান অনুষ্টান প্রযোজক রিফাত হোসাইন সবুজ কমিউনিটি রেডিও’র যাত্রাকাল থেকেই যুক্ত এ গনমাধ্যমে। কেটে গেছে ম্যাধ্যমে জীবনের ৭টি বসন্ত। কিন্তু আজও ঘোরেনি ভাগ্যের চাকা। প্রতিনিয়তই নানা প্রতিকূলতায় আকড়ে ধরে তার জীবন খেয়ার পথ। অর্থনৈতিক দুর্ন্যতায় মাঝে মধ্যেই হোচট খেতে হয় তাকে। রিফাত হোসাইন সবুজের জন্ম ১৯৯০ সালের ১মে জেলার রাণীনগর উপজেলার মালশন গ্রামে পিতা মো: জহুরুল হক সরদার ও মাতা শামসুন নাহার হক শিরিনের ঘরে জন্মগ্রহন করেন। ২০০৮ সালে স্থানীয় স্কুল থেকে এস,এস,সি- ২০১০ সালে রাজশাহী শাহমখদমু কলেজ থেকে এইচ,এস,সি, ২০১০-২০১১ সেশনে ভর্তি হয়ে ২০১৬ সালে সরকারি তিতুমির কলেজ থেকে ¯তক করেন । রিফাত হোসাইন সবুজ স্কুল জীবনে বিশ্ববার্তা পএিকায় শিশু সাংবাদিকতার মধ্যে দিয়ে মিডিয়া জগতে পথচলা শুরু করেন, তারই ধারাবাহিকতায় ২০১২ সালের ২৬ মার্চ যুক্ত হন বরেন্দ্র রেডিওর সাথে,২০১৩ সালে ব্রডকাষ্টিং সার্পোট, ২০১৪ সালে নিউজ এডিটর , ২০১৫ সালে সহকারি অনুষ্টান প্রযোজক এবং ডিসেম্বর ২০১৫ সাল থেকে প্রধান অনুষ্টান প্রযোজক হিসেবে কর্মরত আছেন।মন চাইলেও একটি ভালো পোশাক কেনার টাকা থাকে না


রেডিও’র ক্লান্তি লগ্ন থেকে নওগাঁ বাসীর জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে প্রতিদিন নানা ধরনের অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় নওগাঁর প্রায় ৮লক্ষ শ্রোতাদের কাছে প্রিয় একজন রেডিও কর্মী হিসেবে গ্রহন যোগ্যতা পেয়েছেন। মাত্র ২৬ বছর বয়সে এতগুণে গুণান্নিত এই তরুণ অর্থনৈতিক সমস্যা ও ব্রেণের এভিআই সমস্যা নিয়ে দিনাতিপাত করছেন। এত সমস্যার পরও সদা হাস্যজ্বল থেকেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নওগাঁর সমস্যা ও সম্ভাবনা নিয়ে। এত প্রতিকূলতার মধ্য দিয়েও কেন তিনি হাড় ভাঙা শ্রম দিয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে রিফাত হোসাইন সবুজ বলেন, কমিউনিটি রেডিও এমন একটি প্রচার মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই বিষয় ভিওিক অনুষ্টান নির্মানের মাধ্যমে মানুষের কাছে পৌছে দেয়া যায় ভালো কিছু মেসেজ। ভালো লাগা আর ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি কিন্তু আমার অর্থনৈতিক ও মাথার সমস্যা মাঝে মধ্যেই আমাকে খুব অসহায় করে ফেলে। এমনও কিছু দিন যায় মাথার ওষুধ কেনার টাকা পর্যন্ত থাকে না। ডাক্তার আমার উন্নত চিকিৎসার জন্য ভারতের এ্যাপোলো হসপিটালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু অর্থঅভাবে আজও যেতে পারিনাই। যখন মাথার সমস্যা বেড়ে যায় শুয়ে থেকে একা একাই কান্নাকাটি করি নিরবে । অনেক সময় ভালো কিছু কিনে খাবো সেই টাকাও কাছে থাকে না। নিরবে চোখের পানি ফেলি তবুও কাউকে বুঝতে দেইনা।


রেডিও’র কাজ ছেড়ে অন্য পেশা কেন গ্রহন করছেন না জানতে চাইলে তিনি জানান, আমার জন্ম একটি মধ্যবিত্ত পরিবারে, অনেক কষ্টে পড়াশুনা করেছি । বার বার পরিবার থেকে আমাকে রেডিও’র কাজ ছেড়ে দিতে বলা হয়েছে আর আমি নিজেও ছেড়ে দিতে চেয়েছি। এখান থেকে যে সামান্য সন্মানী পাই তা দিয়ে নিজের জন্য একটি ভালো পোষাকও কিনতে পারিনা। রেডিও’র প্রতি ভালো লাগা এবং শ্রোতাদের অনুরোধ আমাকে আজও আকড়ে ধরে আছে। সরকার যদি কমিউনিটি রেডিওগুলোতে কিছু র্দীঘ মেয়াদি প্রকল্প দেয় এবং স্থানীয় সরকারি বিভন্ন দপ্তর থেকে কিছু কাজ রেডিও’র জন্য বরাদ্দ দেয় তবে রেডিও’তে সফলতার সাথে কাজ করা সম্ভব। নইলে আমার মত বাংলাদেশের শত-শত কমিউনিটি রেডিও কর্মী মাঝ পথে ঝড়ে যাবে, যারা নিশ্বার্থভাবে শ্রম দিয়ে যাচ্ছেন কমিউনিটি বাসীর জীবনমান উন্নয়নে। বর্তমান সরকারের একটি মহৎ উদ্যেগ কমিউনিটি রেডিও তাই আমার আকুল আবেদন আমাদের দিকে সুদৃষ্টি দিবেন।
বরেন্দ্র রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকার জানান, অর্থনৈতিক সমস্যার কারনে মাঝে মধ্যেই রেডিও’র অনেক কর্মীকে আমরা ধরে রাখতে পারিনা। তাছাড়া অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে অন্যত্যে চলে যায় বা চাকুরীতে যোগদান করে। তাই ইচ্ছা থাকলেও আমরা রেডিও’র জন্য নিবেদিত কর্মীদের হারাচ্ছি। সরকার যদি কমিউনিটি রেডিও’র দিকে সুদৃষ্টি দেয় তবে এসব সমস্যা থেকে উওরণ সম্ভব। বাংলাদেশে বর্তমানে ১৭টি কমিউনিটি রেডিও সম্প্রচারে আছে। স্থানীয় উন্নয়মূলক বিজ্ঞাপন এবং দাতা সংস্থা থেকে প্রাপ্ত কিছু প্রকল্প দিয়ে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget