আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে লাচ্চা ফ্যাক্টরীতে নগদ অর্থ জরিমানা করেন ভোক্তা অধিকার আইন অধিদপ্তরের সহকারি পরিচালক কাজি রাকিবুল হাসান।
জানা গেছে, উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকার সরদার মামুনুর রশিদের লাচ্চা ফ্যাক্টরীতে অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্চা তৈরির দায়ে মালিক মামুনুর রশিদকে ১০ হাজার টাকা ও মেসার্স মনমথ এন্ড সন্স লাচ্চা ফ্যাক্টরীর মালিক শ্রী কানাই লাল শাহ্ কে ১০ হাজার নগদ অর্থ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা এস আই প্রদিপ কুমার সরকার, সাংবাদিক সাবেদ আলী, বান্ধাইখাড়া বণিক সমিতির সভাপতি মো: লবাব আলী, সাধারণ সম্পাদক মো: আজম সরকার প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন