আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ছাগলে ফসল নস্ট করাকে কেন্দ্র করে এক কলেজছাত্রীসহ তিন মহিলাকে মারপিট করে জখম করেছে প্রতিপক্ষরা। গত ২৮/০৪/১৮ ইং উপজেলার খাগড়া মধ্যদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলেপ উদ্দিনের ছেলে আসলাম হোসেন বাদী হয়ে ৬জনকে আসামী করে ৩০/০৪/১৮ ইং সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খাগড়া মধ্যদূর্গাপুর গ্রামের বাখের আলীর ছেলে নয়ন হোসেনের ছাগল একই গ্রামের আসলাম হোসেনের ফসল নস্ট করে। এতে বাঁধা প্রদান করায় নয়ন হোসেন বিভিন্ন সময় আসলামকে রাস্তাঘাটে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২৮/০৪/১৮ ইং তারিখে নয়ন, নান্নু, মুন্নু, ওমর সানি, আকাশ ও আলা সহ অজ্ঞাত আরো ১০/১২জন সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, হাসুয়া, চাকু ও কাঠের বাটাম নিয়ে আসলাম হোসেনের বাড়ীতে হামলা করে। এসময় আসলাম হোসেন ও তার বাবা আলেপ উদ্দিন বাড়ীতে ছিলেন না।
এসুযোগে আসলাম হোসেনের মা আলেফা বেগম, কলেজছাত্রী বোন শিউলি ও স্ত্রী নিলুফা বেগমের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে আলেফা বেগমের বাম পা ভেঙে যায়, হাসুয়ার আঘাতে শিউলির ডান হাতের দুইটি আঙ্গুল মারাত্মক জখম হয়। এছাড়া নিলুফা বেগম তাদের উদ্ধারে এগিয়ে আসলে তাকে মারপিট করে জখম করা হয়। আর এসুযোগে তাদের বাড়ীর সোকেসের ড্রয়ারে থাকা ৮০ হাজার ৫০০ টাকা চুরি করে এবং ব্যাটারি চালিত ইজিবাইকের ২০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি ভাঙচুর করে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় মা, বোন ও স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার দুইদিন পর আসলাম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ড বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন