সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলা উপজেলার নিরমইল ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এবারে বাজেটে ১ কোটি ৭ লক্ষ ১৭ হাজার ৯৭০ টাকা আয়, ১ কোটি ৭ লক্ষ ১৭ হাজার ৬৭০ টাকা ব্যায় এবং ৩০০ টাকা স্থিতি দেখানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বাজেট পেশ করেন ইউপি সচিব ফরহাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রমেন চন্দ্র বর্মন অবিলাশ, অবস্বরপ্রাপ্ত শিক্ষক সাদেকুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আইজুল হক, মহিলা ইউপি সদস্য জয়নুব বেগম, ফরিদা বেগম প্রমুখ। এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন