নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশার আমকে দেশে-বিদেশে জনপ্রিয় এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতের আম সংগ্রহে উদ্বুদ্ধ করণ ও ব্যাপক প্রচারের লক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম এ সময় বলেন, পোরশা উপজেলায় প্রায় ৯হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে প্রতি হেক্টরে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১০.৭১ মেট্রিকটন। বর্তমানে জাত ভেদে আম গুলি পরিপক্ক পর্যায়ে চলে এসেছে। এ উপজেলার আম স্বাধে-গন্ধে-মানে-মিষ্টিয়তায় অতুলনীয়। তার পরেও আমরা দেশ-বিদেশে কাংখিত মাত্রায় জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আমি আশা করি পোরশার আমকে ব্রান্ডিং করতে আমাদের সাথে আপনারা সাংবাদিকগণ লিখনির মাধ্যমে সহযোগীতা করবেন। তিনি আরও বলেন, এর ব্যাপক প্রচার ও বিভিন্ন তথ্য প্রদানের জন্য আমরা “ উপজেলা কৃষি অফিস পোরশা” নামে একটি ফেসবুক আইডি ও “পোরশার আম” নামে একটি ফেসবুক পেজ খুলেছি। যে কেউ আইডি গুলি থেকে পোরশার আমের বিভিন্ন তথ্য পেতে পারেন। এ সময় তিনি এ উপজেলার বাগানগুলি হতে গোপালভোগ আম ২৫মে, খিরসাপাত/হিমসাগর ১জুন, ল্যাংড়া ৬জুন, ফজলি ১৫জুন, আ¤্রপালি ২০জুন ও আশ্বিনা ১জুলাই গাছ থেকে নামানো যাবে বলে তারিখ ঘোষনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
একটি মন্তব্য পোস্ট করুন