নওগাঁর রাণীনগরে দৈনিক সংবাদ’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নওগাঁ প্রতিনিধি: জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক ও আদর্শবাদি সাংবাদিকতার মুখপত্র দৈনিক সংবাদ’র ৬৮তম প্রতিষ্ঠাবাষির্কী নওগাঁর রাণীনগরে আনন্দঘন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে উদ্যাপন করা হয়েছে। দৈনিক সংবাদ গৌরবের ৬৮তম বছরে পদাপর্ণ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক্কালে রাণীনগর প্রেস ক্লাব থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাণীনগরে দৈনিক সংবাদ’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন


র‌্যালী শেষে প্রেস ক্লাব ভবনে দৈনিক সংবাদ’র নওগাঁর রাণীনগর উপজেলা প্রতিনিধি সাইদুজ্জামান সাগর’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙ্গালী জাতির ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে সংবাদ’র ভূমিকা বিষয়ক বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, দৈনিক সংবাদ’র নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেএম আবু তালেব জলসা, রাণীনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, বরেন্দ্র রেডিও’র সিনিয়র রিপোর্টার রিফাত হোসেন সবুজ, শের-এ বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু হাসান মন্ডল, রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মো: হারুনুর রশিদ, সাংবাদিক অরুন বোস, এ বাশার (চঞ্চল), মামুনুর রশিদ, আবু ইউসুফ প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মুখপত্র দৈনিক সংবাদ’র ৬৮তম জন্মদিন’র কেক কাটা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget