নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুরের টগরইল গ্রাম সংলগ্ন বাঘা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জেলার পোরশা উপজেলার শীশা গ্রামের সুফিয়া (৪৫), সাপাহার উপজেলার মাস্টার পাড়ার মইদুল ইসলাম (৪৮), ফারহানা (৪০), সুলতানা (২০), সাবানা আক্তার (২০), চাঁপাইনবাবগঞ্জ পালশা গ্রামের মুরশেদ আলম (৪০), হুজরাপুর গ্রামের বাদশা (৩৭), নাখরাজ পাড়ার খুবাইদ (৩০), নাচোল উপজেরার জগদইল গ্রামের মনোয়ারা (৬০), নাজমা (৪২), শীলা (১২), ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের নাহিদ (২৫), রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫), রাজশাহী কাজিহাট্টা এলাকার মনিরুল ইসলাম (৬৬) ও উপশহর এলাকার কামরুজ্জামান রানাসহ (৫০) অন্তত ৫০ জন।
আহতদের উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর নাচোল থানা পুলিশ ও গোমস্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমের জন্য পুলিশ পাঠানো হয়। বাস দুটো আটকে থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। পরে চলাচলে স্বাভাবিক হয়। বেশি গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন