বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ১

ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোকামতলার অদূরে পাকুড়তলা এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে শ্যামল চন্দ্র (২৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ওই মহাসড়কেই বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান সেতুর উত্তরে মাঝিপাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হলে কমপক্ষে ১৩ জন আহত হন।


হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক আখতারুজ্জামান জানান, আল হামরা পরিবহনের বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছলে রংপুরগামী রোমার পরিবহনের অপর একটির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৩ জন আহত হন। অন্যদিকে একই মহাসড়কে মোকামতলা বন্দরের পাকুড়তলা এলাকায় যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক শ্যামল চন্দ্র নিহত হন।


মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, নিহত শ্যামল চন্দ্র গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।


দুর্ঘটনার পর বাস দুইটি মহাসড়কে উল্টে থাকায় প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় বাস সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget