নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থেকে মাদকসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
রবিবার (২৬ মে) রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হল,উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুর রশিদ (৩৫) এবং একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এমদাদুল হক (২৮) ।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, এরা দির্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। শনিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এবং তাদের বিরুদ্ধে নিজ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন