নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার আশা’ এনজি’র ১,২,৩ শাখার উদ্যোগে অনিয়মিত সদস্যদের সাথে মতবিনিময়, স্বাস্থ্য সেবা ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সাহেবগঞ্জ সদর ব্রাঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা আত্রাই উপজেলা শাখার সিনিয়র এরিয়া ম্যানেজার অজয় কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় অফিসের জোয়েন ডিপুটি ডিরেক্টর সৈয়দ মঞ্জুর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশা নওগাঁ জেলা ব্যবস্থাপক মামুন-অর রশিদ, শাখা ব্যবস্থাপক আত্রাই-১ ওয়াসিম উদ্দিন, শাখা ব্যবস্থাপাক -২ নাহিদ হোসেন,শাখা ব্যবস্থাপক-৩ সুরাইযা আক্তার, প্রভাষক ও সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন