নওগাঁর মান্দায় ৫০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা, নওগাঁ: নওগাঁর মান্দায় ৫০ বোতল ফেনসিডিলসহ জেনারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। গত শনিবার বেলা ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের দফাদারের মোড় নামকস্থানে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও ডিসকভার ১০০ সিসির একটি মোটর বাইকসহ তাকে আটক করা হয়। আটক জেনারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের জোগদুল হকের ছেলে।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ জানান, গোপন খবরের উপর ভিত্তি করে তার নেতৃত্বে একটি টিম দফাদারের মোড় নামকস্থানে অবস্থান করছিল। বেলা ১০ টার দিকে চৌবাড়িয়ার দিক থেকে আসা একটি মোটর বাইকে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ জেনারুলকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোটর বাইকটি জব্দ করা হয়। ঘটনায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
মান্দা থানার পরিদর্শর্ক (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ি জেনারুল ইসলামকে একইদিন বিকেলে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget