সিরাজগঞ্জ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে লোকপ্রশাসন বিভাগের সজীব হোসাইনকে সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুব্রত ঘোষকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে বিদায়ী সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের বরণ ও এক আলোচনা সভায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ দুই সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শাম্মী ইসলাম, উদীচী বেরোবি সংসদের সভাপতি ওয়াদুদ সাদমান, সজীব হোসাইন, অমৃত ঘোষ, সুব্রত ঘোষ, হাবিবুর রহমান, আমিরুল ইসলাম ও হালিমা প্রমুখ।
প্রসঙ্গত, ২০১১ থেকে ক্যাম্পাসে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতে ও বিপদ-আপদে পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। এর আগে ২০০৯ সাল থেকে বৃহত্তর পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সঙ্গে কার্যক্রম পরিচালনা করত।
একটি মন্তব্য পোস্ট করুন