নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ গ্রামে লোকালয়ে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরি। কোন নিয়মকানুন ছাড়াই গড়ে উঠা এ ফ্যাক্টরিতে কাজ করেন গ্রামের হতদরিদ্র নারীরা। বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য নেই কোন নিরাপত্তার ব্যবস্থা। ঝুঁকির মধ্যে দিয়ে বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকরা খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। অভিযোগ আছে অনুমোদনের আগেই প্রোডাক্টগুলো তৈরী করে বাজারে সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে জানা গেছে, গত চার বছর আগে শীবগঞ্জ গ্রামে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরি। ম্যাজিক আরশুলা মারার চক তৈরী দিয়ে ফ্যাক্টরির কার্যক্রম শুরু হয়। এছাড়া সিরিয়াস চক, নিউ ম্যাজিক চক, ম্যাজিক চক, ওস্তাদ ইনসেক্ট চক, কারেন্ট স্পেশাল চক, ওস্তাদ ইদুর মারার আঠা, ওস্তাদ গাম, দ্বীন ম্যাগ প্লাস, দ্বীন এসওপি সালফেট অব পটাশসহ কমপক্ষে ১০টি প্রোডাক্ট তৈরী করা হয়। যার বেশির ভাগই নেই রেজিষ্ট্রেশন। এছাড়া ফ্যাক্টরিতে প্রশিক্ষিত কোন কেমিস্ট নাই।
অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ফ্যাক্টরিতে কোন জানালা নাই। ফলে ফ্যাক্টরির ভিতরে মাথা ধরা তীব্র বিষাক্ত গন্ধ। তীব্র গন্ধে যে কেউ মূর্হুতের মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারে। আর সেখানে কাজ করেন গ্রামের ৩০ জন হতদরিদ্র নারী শ্রমিক। বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকরা ঝুঁকির মধ্যে দিয়ে খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। কাজ করার সময় নারী শ্রমিকদের বাচ্চারা এ ফ্যাক্টরিতে অনেক সময় আসা যাওয়া করেন। ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকিসহ প্রানহানির আশঙ্কা রয়েছে এসব শ্রমিকদের।
একটি মন্তব্য পোস্ট করুন