মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে পাকা ইরি বোরো ধান,গাছপালা,বাড়ী ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। এতে কৃষকের সোনালী স্বপ্ন ভেঙ্গে যেতে বসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৫-৭ মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড় উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়। প্রচন্ড ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে থাকে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৫-৬ ঘন্টা পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঝড়ের ফলে পাকা ইরি বোরো ধান,ভুট্টাক্ষেত মাটিতে শুয়ে পড়ে। এছাড়া এলাকার হাজার হাজার গাছ প্রচন্ড ঝড়ের কারণে উপুড়ে ও ডালপালা ভেঙ্গে যায়। ধামইরহাট পৌরসভার অন্তর্গত জয়জয়পুর গ্রামের কৃষক নবিবুর রহমান,আবিলাম গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন,বোরো ধান ঝড়ে কারণে মাটিতে শুয়ে পড়ায় ধান কাটতে প্রতি মণে অতিরিক্ত ২-৩ কেজি বেশি ধান দিতে হবে কামলাদের। হাটনগর গ্রামের কৃষক আবু ই্উসুফ মুরতুজা বলেন,ঝড়ে ভুট্টা, লিচু ও আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে রাস্তা ও গাছ বাগানে অসংখ্য গাছ ঝড়ে পড়ে গেছে। এব্যাপারে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.কায়ছার ইকবাল বলেন,ধানের ফলনে কোন সমস্যা নেই। তবে ধান কাটতে বেশি শ্রম দিতে হবে। এছাড়া ভুট্টা ক্ষেতের সামান্য ক্ষতি হয়েছে। এদিকে বাজারে ধান কেনাবেচা শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে আড়ৎদারগণ পুরোদমে ধান ক্রয় শুরু করেনি। ফলে বাজারে প্রতি ৪০ কেজি জিরাশাইল ধান ৭০০ থেকে ৭২০ টাকা দরে কেনা বেচা চলছে। উল্লেখ্য এবার ধামইরহাট উপজেলায় প্রায় ১৬ হাজার ৫শত ৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন