নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ শিশু একাডেমী রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করেছে। একই অনুষ্ঠানে সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় একজন গুণী ব্যক্তিকে সন্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিশুদের সংগীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ।
এসময় সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এ অনুষ্ঠানে জেলা শিশু একাডেমীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০১৮ সালের জন্য স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী অধ্যাপক তৌহিদ আহমদকে সন্মাননা প্রদান করা হয়েছে। পরে শিশু একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন