নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকসহ তপু রায়হান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। তপু রায়হান সদর উপজেলার কোমাইগাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রফিক জানান, তপু রায়হান কুখ্যাত মাদক ব্যবসায়ী। আজ দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩১ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটকের পর তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন