নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম ও এসআই হুমায়ন কবির বুধবার দুপুরে উপজেলার খট্টেশ্বর ঈদগাহ মাঠ এলাকা থেকে ৫৬ পুরিয়া হেরোইন সহ আবুল হোসেন (৫৮) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতার আবুল হোসেন খট্রেশ্বর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় এসআই মাবুদুর রহমান উপজেলার চকাদিন এলাকায় ভ্যান যাত্রীদের তল্লাশীর সময় ৫১ পুড়িয়া হেরোইনসহ খলিলুর রহমান (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়। খলিল উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের জসমত আলীর ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক ভাবে মাদক মামলা রুজু করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন