মান্দার পরানপুর ইউপি কৃষকলীগের সভাপতি ৫বোতল ফেন্সিডিলসহ মহাদেবপুরে আটক

এম এম হারুন আল রশীদ হীরা, (মান্দা) নওগাঁ: নওগাঁর মান্দার পরানপুর ইউপি কৃষকলীগের সভাপতি হাফিজ আল আসাদকে (৩১) ৫বোতল ফেন্সিডিলসহ মহাদেবপুরে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দাস বাজার হইতে কাঞ্চনঘাট পাকা রাস্তার উপর থেকে তাকে পাঁচ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। আটক হাফিজ আল আসাদ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং জিওল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।


মহাদেবপুর থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, সম্পূর্ণ গোপন খবরের উপর ভিত্তি করে থানা পুলিশ আগে থেকে চান্দাস বাজারে অপেক্ষা করছিল। এসময় চান্দাস বাজার থেকে কাঞ্চনঘাট যাবার সময় পথে সন্দেহ মূলক হাফিজ আল আসাদকে চ্যালেঞ্জ করে থামিয়ে তার শরীর তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget