নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে একটি নবজাতক শিশুকে (ছেলে) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতককে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কে এই নবজাতক, কে তার অভিভাবক, এ নিয়ে আত্রাই থানা পুলিশও বিপাকে পড়েছে।
জানা যায়, উপজেলার মহাদিঘী গ্রামের বিধবা মহিলা জোস্না বেওয়া (৫২) গত মঙ্গলবার (১৫ মার্চ) পার্শবর্তী রাজশাহীর মোহনপুর থেকে আত্রাইয়ে আসার পথে তুলশিক্ষেত্র মাঠ নামক স্থানে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে। সে কাছে গিয়ে নবজাতকটি জীবিত থকায় তাকে উঠিয়ে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। এদিকে বিষয়টি জানাজানি হলে গন্ডগোহালি গ্রামের নি:সন্তান জনকৈ রবিউল ইসলাম নবজাতক শিশুকে নিতে চান। তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আত্রাই থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
আত্রাই থানার ওসি মোবারক হোসেন বলেন, নবজাতকটির পরিচয় উদঘাটনে আমরা বিভিন্ন থানায় মেসেজ পাঠিয়েছি।
একটি মন্তব্য পোস্ট করুন