ঠাকুরগাঁও: বকেয়া ভাতা প্রাপ্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসুচি পালন করা হয়।
এসময় ঠাকুরগাঁও গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এ দাবি করে আসছি। অর্থ মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বকেয়া বেতন, চিকিৎসাভাতা, উৎসবভাতা, বৈশাখীভাতা প্রদানে মাননীয় প্রধাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
কর্মসুচিতে মজিবর রহমানের সভাপতিত্বে অর্ধশতাধিক গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন