মো. আবু বকর সিদ্দিক, নওগাঁ: নওগাঁ জেলা কারাগারে বন্দিদের মাঝে বন্দী পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নের জেলা সমাজ সেবা কার্যালয়, নওগাঁর এর সহযোগিতায় নওগাঁ জেলা কারাগারের উদ্যোগে বন্দিদের মাঝে ৪টি সেলাই মেসিন, ২টি রিক্সা, ৪টি ক্যারাম বোর্ড, ৫টি ভলিবল ও ১টি ইলেকট্রিক প্লেনার বিতরণ করা হয়। এ মহতি অনুষ্টানে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বি, জেলা সুপার শাহ আলম, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, ডা: ময়নুল হক দুলদুল, নওগাঁ ডায়বেটিক সমিতির সভাপতি আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ সদর সার্কেল লেমন রায়, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট সবাজ সেবক আলহাজ্ব আব্দুল খালেক, নওগাঁ জেলা মহিলালীগের সভানেত্রী মিসেস শাহনাজ মালেক, নওগাঁ সিভিল সার্জন অফিসের ডা: আশিষ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন