সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এবারে বাজেটে রাজস্ব আয় ২৯ লক্ষ ১১ হাজার ৮২৩ টাকা, রাজস্ব ব্যায় ২৬ লক্ষ ১২ হাজার ১৫৫ টাকা এবং ২ লক্ষ ৯৯ হাজার ৬৬৮ টাকা রাজস্ব স্থিতি দেখানো হয়েছে। উন্নয়ন আয় ১ কোটি ৮৮ লক্ষ ৬৩ হাজার ৯৫৪ টাকা, রাজস্ব ব্যায় ১ কোটি ৯১ লক্ষ ৪৯ হাজার ৯৪৫ টাকা এবং ১৩ হাজার ৬৭৭ টাকা স্থিতি দেখানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার বিকেলে দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া। বাজেট পেশ করেন ইউপি সচিব মেহেদী হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব সানাউল্লাহ, ফয়েজ উদ্দীন মাষ্টার প্রমুখ। এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন