বরিশালের সম্পাদক রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা ও সাংবাদিক বিমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

সম্পাদক রফিকুল ইসলাম উপর সন্ত্রাসী হামলা ও সাংবাদিক বিমানের
বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকবৃন্দের মানববন্ধন


ঝালকাঠি: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এড. এস এম রফিকুল ইসলাম’র ওপর সন্ত্রাসী হামলা ও বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার উপ-প্রচার সম্পাদক ইমান হোসেন বিমান’র বিরুদ্ধে ঢাকায় তথ্য প্রযুক্তি আইনে মিথ্যা হয়রানী মূলক মামলার প্রতিবাদে ঝালকাঠি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ মে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।
সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ’র জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম বাদল, সাধারন সম্পাদক এস এম রাজ্জাক পিন্টু, শতকন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার আতিকুর রহমান, মোহনা টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি রুহুল আমিন রুবেল, রিয়াজ মোর্শেদ, দৈনিক ভোরের সময় ও আমাদের বরিশাল জেলা প্রতিনিধি বশির আহম্মেদ খলিফা, রাজাপুরের সাংবাদিক কামরুল হাসান মুরাদ, মিরাজ হোসেন, আদনান হোসেন, মিথ্যা মামলার শিকার ইমান হোসেন বিমান ও নুরুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে সম্পাদক ও প্রকাশক রফিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রæত গ্রেফতার সাপেক্ষে শাস্তির পাশাপাশি ইমান হোসেন বিমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিএমএসএফ ফেনী জেলা কমিটির সহ-সভাপতি খান এ সাইদের গাড়ি ও বসতঘরে হামলা, বরগুনায় ৭১টিভির প্রতিনিধি টিটুর ওপর হামলা, সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সারোয়ার আজাদ হাবিবের ওপর হামলা ও ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অপচেস্টাসহ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget