নওগাঁর ধামইরহাটে রমজানের ১ম দিনে নিত্য পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে নিত্য পণ্য সামগ্রীর মূল্য বেড়েই চলছে। শুক্রবার প্রথম রমজানের উপজেলার সর্বত্র মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য প্রকার ভেদে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার স্থানীয় আমাইতাড়া হাে বেগুন ৬০ টাকা,করলা ৬০ টাকা,পটল ৫০ টাকা,ঢেঁড়শ ৫০ টাকা,শসা ৪০ টাকা,সজিনা (রাইখনজন) ১শত,কচুর লতি ৬০টাকা,পেঁয়াজ দেশি ৪৫ টাকা,ভারতের ৩৫ টাকা দরে কেনা বেচা হয়েছে। অপরদিকে সরু চাউল (জিরাশাইল) ৪৫-৫২ টাকা এবং মোটা ৪০ টাকা,১কেজি ওজনের রুই,কাতল মাছ ২শত থেকে ২শত ৩০ টাকা,গরুর মাংস ৪শত ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে সোয়াবিন তেল ৯০ টাকা,মসুর ডাল মোটা ৬০ টাকা চিকন ৯০ টাকা,সোলা ৭০ টাকা,চিনি ৫৮ টাকা,মুড়ি ৬৫ টাকা দরে কেনা বেচা চলছে। রমজানের প্রথম দিনে নিত্য পণ্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ার নি¤œ আয়ের মানুষদের কে চরম ভোগান্তি পড়তে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget