নওগাঁয় নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদ ইসলাম, নওগাঁ: নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) সদস্যরা। গত শনিবার রাতে তাদে আটক করা হয়।

আটকরা হল, পত্নীতলা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সাদের বক্সের ছেলে নজরুল ইসলাম (৪০) এবং নজরুলের স্ত্রী তহমিনা আক্তার (৩৫) একই উপজেলার বাগুরিয়া সালিগ্রামের সুজন হোসেনর স্ত্রী রোকেয়া (২৫) মহাদেবপুর উপজেলার কাঞ্চন পাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে আহসান হাবিব পল্লব (২৮) এবং বরিশাল জেলার হিজলা উপজেলার ইন্দুরিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের মেয়ে ফাতেমা আক্তার (৩৪) ।

জেলা গোয়েন্দা শাখার ভার প্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রফিক জানান, এরা সবাই মাদক কুখ্যাত ব্যবসায়ী। এদের নামে বিভিন্ন থানায় মামলা আছে। শনিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে পতœীতলা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ গ্রামে হিরোইন উদ্ধার করা হয়েছে। এবং তাদের নামে নিজ নিজ থানায় মামলা দায়ের করা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget