বিনা বিচারে কোন অসহায় আর ফেরৎ যাবে না সরকার সব
ব্যবস্থা করবে --জেলা ও দায়রা জজ এ,কে,এম, শহীদুল ইসলাম
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে গত বুধবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ এ,কে,এম, শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিগ্যাল এইড অফিসার এ,জি,এম, মনিরুল হাসান সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম, মজিবুর রহমান, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কাজী ইয়াচিন হাবিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার সহ সরকারী কৌশলীবৃন্দ, উকিল বারের প্রতিনিধি সহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন সেবা মূলক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ এ,কে,এম, শহীদুল ইসলাম জানান সরকার আইনের সাম্যতা নিশ্চিত করার জন্য অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগনকে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ আইন প্রণয়ন করেন। আইনের বিধান অনুসারে সারাদেশে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিস্তারের জন্য জাতীয় আইন গত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি, উপজেলা কমিটির ও ইউনিয়ন কমিটি গ্রঠন ক্রমে তৃনমূল পর্যায়ে আইনের সাম্যতা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করে। এই উদ্দেশ্য বাস্তবায়নে জাতীয় আইন গত সহায়তা প্রদান সংস্থা (উপজেলা ও ইউনিয়ন কমিটির গঠন, দায়িত্ব, কার্যাবলী ইত্যাদী) প্রবিধানমালা, ২০১১’ প্রনয়ন করে। এই কার্যক্রম তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সুফল পেতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ইউনিয়ন পর্যায়ে প্রাপ্ত বিরোধসমূহ জেলা পর্যায়ে রেফার করার সিস্টেম কার্যকর করার লক্ষ্যে ইউএনডিপি বাংলাদেশ এর (জবংঢ়ড়হংরাব ঔঁংঃরপব ওচ) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত (২য় পর্যায়) প্রকল্পের সাথে যৌথভাবে কাজ করছে। প্রকল্পভূক্ত পাইলট জেলা নওগাঁয় ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনিয়ন কমিটি গঠন, কমিটির সদস্যদের প্রশিক্ষন দেয়ার জন্য রিসোর্স পার্সন পুল গঠন ও তাদের ওরিয়েন্টেশন চলমান আছে। প্রকল্পের পরবর্তী প্রয়োজনীয় কর্মসূচী বাস্তবায়নের জন্য ১টি সময় ভিত্তিক কর্ম-পরিকল্পনা বা কালেন্ডার তৈরি করা হয়েছে। ইতো মধ্যে জেলার ১১টি উপজেলায় ৯৯টি ইউনিয়নে ৪০টি ওরিয়েন্টেশন পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে ২৮টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনায় ৩৮১ নারী ৪৮৬ পুরুষ সদস্যকে প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। এতে করে তৃণমূল থেকে আইনি সহায়তা গ্রহনের জন্য ব্যাপক সাড়া পরেছে। আইনি সহায়তা পেতে নওগাঁর প্রতিটি ইউনিয়নের কমিটি তাদের এলাকায় বিনা বিচারে আর কোন অসহায় নারী পুরুষ আর ফেরৎ না যায় এই জন্য নির্ধারিত ফরমে নওগাঁ জজ আদালত ভবনের নিচ তলার ১১১নং কক্ষে ভুক্ত-ভুগিদের পাঠানো হচ্ছে। উভয় পক্ষের মধ্যে বিরোধিয় বিষয়ে প্রথমে আপোষ মিমাংসা না হলে মামলার সকল খরচ সরকার বহন করবে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ইউএনডিপি বাংলাদেশ এর রেসপন্সিভ জাস্টিস আইপি প্রকল্প এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত প্রকল্পের সহযোগিতায় পাইলট জেলা নওগাঁর ৯৯টি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য প্রায় ১৫০০ জনকে ৩৩ জন রিসোর্স পার্সন পুল এর মাধ্যমে ৪০টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম কার্যক্রম চলমান রয়েছে। এই প্রগ্রামের মাধ্যমে সরকারি আইনী সেবা ও নীতিমালা সম্পর্কে পাথমিক ধারনা পদানসহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি/গাম আদালত থেকে আবেদন বা মামলা জেলা লিগ্যাল এইড কমিটিতে রেফার করার পদ্ধতি বিষয়ক ওরিয়েন্টাশন ট্রেনিং সমুহ প্রকল্পের নির্ধারিত ক্যালেন্ডার পাইলট জেলা নওগাঁর উক্ত প্রগ্রামের অংশ হিসেবে জেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁ র সভাপতিত্বে সম্পন্ন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন