বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত শুক্রবার রাতে বগুড়া সদর থানার পাশে থেকে এদেরকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন, শাজাহানপুর উপজোর শাবরুল ছোট মন্ডলপাড়ার মৃত আজাহার প্রাং এর ছেলে মো. রাজু (৩৭), বগুড়া সদর উপজেলার মালগ্রামের সাজু সরদারের ছেলে মো. শামীম সরদার(৩০) এবং একই উপজেলার চকসুত্রাপুরের তসলিম উদ্দিনের ছেলে মো. রাব্বী(২২)। র্যাব-১২ বগুড়া ক্যাম্প কামন্ডার এস এম মোর্শেদ হাসান শনিবার দুপুরে জানান, অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা-১৬০ পিস, মোবাইল ফোন-৫টি, নগদ ৩২ হাজার ২০ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মাদকদ্রব্য ইয়াবা বগুড়া সদর থানাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন