নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশক্রমে সারাদেশ ব্যাপী মাদক বিরোধী উদ্ধার অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ২৯-০৫-১৮ মঙ্গলবার জেলার সকল থানায় সকাল ১১ টা থেকে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানের পরিপ্রেক্ষিতে মান্দা ও নিয়ামতপুর সার্কেল অফিসার হাফিজুল ইসলাম ও অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হক এর নেতৃতে ও সার্বিক সহযোগীতায় নিয়ামতপুরে বিপুল পরিমান চোলাই মদ সহ ৫ (পাঁচ) জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।এ বিষয়ে নিয়ামতপুর মান্দা সার্কেল অফিসার হাফিজুল ইসলাম জানিয়েছেন মাদকের সাথে কোন আপোষ নয়।তিনি আরোও বলেন মাদক নির্মুলে জোরালো ভূমিকা সহ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন