আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে বৈশাখী উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনের গ্রীনসেডে এ উৎসব পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রিমন রায়,গোয়েন্দা পুলিশের (ডিবি)অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম, চেম্বার অব কর্মাসের সিনিয়রসহ সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধক্ষ্য শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সদস্য সচিব আশরাফুল নয়নসহ জেলায় কর্মরত সকল সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্য বৃন্দু ও নবাগত শিক্ষানবীশ পুলিশ সদস্য ।
উৎসবে সকলকে পান্তা ভাত, বিভিন্ন প্রকারের ভত্তা, মাছ, পেয়াজ ও মরিচ ঘি, পরিবেশন করা হয়। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবে সকলকে পান্তা ভাত, বিভিন্ন প্রকারের ভত্তা, মাছ, পেয়াজ ও মরিচ ঘি, পরিবেশন করা হয়। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁর মান্দায় নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় বালুবাজার ফুটবল একাদশকে ৩-২ গোলে বাগডোব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় বালুবাজার ফুটবল একাদশকে ৩-২ গোলে বাগডোব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় সাবির্ক সহযোগীতায় ছিলেন, আঙ্গুর সু-ষ্টোর, রাগিব ট্রেডার্স এবং মা ডিজিটাল স্টুডি। পরে মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোপাইটর আপেল মাহমুদ লিটন এবং পারভেজ আহমেদ। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে নগদ ২০ হাজার টাকা এবং বিজিত দলকে ১৬ হাজার টাকা প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন