নওগাঁর রাণীনগরে মাঠ দিবস অনুষ্ঠিত

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর বোরো ২০১৮ মৌসুমে ব্রি-ধান ৫৮, ৬০, ৬৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুর এর আয়োজনে ও উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা একডালা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


ব্রি-ফলিত গবেষণা বিভাগের আওতায় উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক মো: সিরাজুল ইসলামের জমিতে উক্ত তিনটি ধানের চাষ হয়। ব্রি-ধান ৫৮ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৮মন, ব্রি-ধান ৬০ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৪মন ও ব্রি-ধান ৬৩ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৬মন। ব্রি-ধান ৫৮ এর জীবনকাল ছিল ১৪৮ দিন, ব্রি-ধান ৬০ এর জীবনকাল ছিল ১৪০ দিন, ব্রি-ধান ৬৩ এর জীবনকাল ছিল ১৪৫ দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার।


এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রি-গাজীপুর বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সারওয়ার জাহান, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিমাই চন্দ্র, শুসাঙ্ক, মাসুদ, আনোয়রসহ ১৬০জন কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget