নওগাঁর রাণীনগরে ট্রাক্টর শ্রমিকদের অনিদিষ্টকালের ধর্মঘট

এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে ট্রাক্টর শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে অনিদিষ্টকালের জন্য শ্রমিকরা ধর্মঘট করেছে। ট্রাক্টর মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের দাবি না মানায়  মঙ্গলবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য শ্রমিকরা ধর্মঘট পালন করছে। এতে বন্ধ হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইটসহ বিভিন্ন মালামাল বহন বিশেষ করে চরম বিপাকে পড়েছে চলতি ইরি-বোরো মৌসুমের ধান ব্যবসায়ীসহ চাতাল ও অটো রাইস মিল মালিকরা।
জানা গেছে, নওগাঁ জেলা ট্রাক্টর, হিউম্যান হলার, ম্যাক্সি, রাইডার ও চ্যাম্পিয়ন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৯১৬) এর রাণীনগর/আত্রাই উপজেলার ট্রাক্টর শ্রমিকদের নায্য মজুরী বৃদ্ধির জন্য রাণীনগর/আত্রাই ট্রাক্টর মালিক সমিতির নেত্রীবৃন্দের সাথে বহুবার আলোচনায় বসা হয় এবং চিঠি প্রেরণ করা হয়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হওয়ার পরও মালিকপক্ষ মজুরী বৃদ্ধি না করার কারণে গত ১ মে ২০১৮ইং তারিখে ওই দুই উপজেলার ৯০% ট্রাক্টর শ্রমিকগণ ধর্মঘট করার জন্য তাদের এক আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে রাণীনগরের প্রায় ১ হাজার ট্রাক্টর শ্রমিক অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে। এতে বন্ধ হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইটসহ বিভিন্ন মালামাল বহন বিশেষ করে চরম বিপাকে পড়েছে চলতি ইরি-বোরো মৌসুমের ধান ব্যবসায়ীসহ চাতাল ও অটো রাইস মিল মালিকরা।
এব্যাপারে রাণীনগর/আত্রাই উপজেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহের চাঁদ জানান, আমরা মালিক পক্ষের সাথে দফায় দফায় আমাদের নিয়ে বসেছি কিন্তু তারা আমাদের দাবি মানছেন না। মঙ্গলবার থেকে আমরা অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছি। দাবি না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন হেলাল জানান, শ্রমিকরা আমাদের কাছে তাদের দাবিগুলো উল্লেখ করে একটি চিঠি দিয়েছে। তাদের সাথে কোন বৈঠক হয়নি তবে শীঘ্রই তাদের সাথে বৈঠক করে বিষয়গুলো সমাধান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget