কেনিয়ায় বাঁধ ভেঙে অন্তত ২০ জনের প্রাণহানি

কেনিয়ার একটি বাঁধ ভেঙে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে বহু লোক আহত ও নিখোঁজ হয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোলাইতে বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের কারণে বাঁধ ভেঙে যায়। কেনিয়ার কতৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।


কেনিয়ার রেডক্রশ সংস্থা জানিয়েছে, তারা ৪০ জনকে ইতোমধ্যে উদ্ধার করেছে।


এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় ২ সহস্রাধিক লোক গৃহহীন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।


অন্যদিকে স্থানীয় অধিবাসীরা জানান, এই দুর্ঘটনায় আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন। তাদের আশঙ্কা নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget