বার ভেনিজুয়েলার দুই শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

বুধবার ভেনিজুয়েলার দুই শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, দুই মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছিল ভেনিজুয়েলা। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ডিসিতে ভেনিজুয়েলা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হিউস্টনের কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেলকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।


এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাকাসের মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি কনসাল জেনারেলকে ‘পার্সন নন গ্রাটা’ ঘোষণার পাল্টা জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে, গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।


এদিকে, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার পাল্টাপাল্টি দূত বহিষ্কারের এ ঘটনাকে দেশ দুটির সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির নতুন নিদর্শন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।


প্রসঙ্গত, সম্প্রতি ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিকোলাস মাদুরো এ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করছেন সমালোচকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget