জঙ্গিবাদ মাদক ব্যবসায়ীদের কোন ধর্মেই স্থান নেই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, ধর্মীয় রীতি-নীতি প্রতিটি মানুষকে সঠিক পথ দেখায়। কোন ব্যক্তি ইসলামের আলোকে জীবন গড়ালে তিনি কখনোই জঙ্গিবাদ মাদক সেবী ও ব্যবসায়ীদের সহযোগীতা করতে পারে না। রাণীনগরকে মাদক মুক্ত করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ সমাজ গঠন করে বর্তমান সরকারের চলমান মাদক বিরোধী অভিযান সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সহযোগীতা করতে হবে। এলাকার শান্তি শৃংখলা উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাদক ব্যবসায়ীদের চিরতরে বিদায় জানাতে হবে। কেন না জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীদের কোন ধর্মেই স্থান নেই। তাই রমজানের তৎপর্য অনুযায়ী আমরা জীবন গড়ি, তাহলেই সমাজ থেকে সব রকমের অপরাধ মূলক কর্মকান্ড এমনিতেই বিলিন হয়ে যাবে। শনিবার বিকেলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ’র আয়োজনে থানা চত্ত¡রে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মো: ইকবাল হোসেন। তিনি বলেন, ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। নারীরা পোশাক খ্যাতে শ্রম দিয়ে দেশের সিংহ ভাগ উন্নয়নে ভূমিকা রাখছে। সেই দিকে লক্ষ্য না রেখে এক শ্রেণীর তথাকথিত অজ্ঞ লোকেরা ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে দেশের অব্যহত উন্নয়নে বাধা সৃষ্টিসহ নারী সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে। সারা দেশের ন্যায় নওগাঁ জেলাতেও মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নওগাঁর মাটিতে কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের স্থান হবে না। এদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের জিরো ট্রলারেন্স নীতি অব্যহত থাকবে। আর এই অভিযানকে সফল করতে সমাজের সর্বস্তরের জনগণকে সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সিনিয়র পুলিশ সুপার মোছা: ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget