ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী অভিযানে ৯জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার দুপুরে পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়েরের নেতৃত্বে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে উপজেলার খয়েরবাড়ী গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে মাদক ব্যবসায়ী শামসুল (৬০),ইমামুদ্দিন মন্ডলের ছেলে মাদকসেবনকারী আব্দুর রশিদ, দাদনপুরের মৃত আছিরের ছেলে মমিন (৩৫), সমরা পাহানের ছেলে অমল চন্দ্র পাহান (২৮), বাখরপুর গ্রামের আয়েজ কবিরাজের ছেলে কবিরাজ আব্দুল হাকিম (৩০), ফার্শিপাড়া গ্রামের বয়েন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০), উত্তর চকরহমত গ্রামের তছির উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫), কালুপাড়া গ্রামের আব্দুর গফুরের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫),পৌর সদরের আমাইতাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (২০) কে পুলিশ আটক করে। আটককৃদের কাছ থেকে হেরোইন, ইয়াবা,গাজাসহ বিভিন্ন প্রকার মাদক আটক করা হয়। এলাকাবাসী এ অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন