চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের স্কুলছাত্রী শ্যামলী খাতুনকে (১৬) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি মোড়ের ছাইতনতলায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে রশিকনগর গ্রামসহ পাশের গ্রামের কয়েকশ নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। এ সময় কাঠ ফেলে মহাসড়ক অবরোধ করে। ঘণ্টব্যাপী অবরোধ ও মানববন্ধনের কারণে উভয় দিকে প্রায় দেড় কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের এসআই ইকবাল ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে কাঠ সরিয়ে ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য, গত রোববার রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কবির হোসেনের স্ত্রী আলিয়ারা বেগম, বড় মেয়ে চাম্পা খাতুন ও শ্যামলী খাতুনের ঘরে প্রবেশ করেই আলিয়ারা বেগম ও চাম্পার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে। এরপর তাদের গলায় থাকা তিনটি চেইন ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় শ্যামলী খাতুন সন্ত্রাসীদের চিনে ফেলায় সন্ত্রাসীরা শ্যামলীকে জোর করে পাশের রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকে শিকল আটকিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা আলিয়ারা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
এ ঘটনায় বুধবার একই এলাকার মফিজুলের ছেলে নিহতের মামাতো ভাই টুটুল আলী (২২), নাজমুল হকের ছেলে নিহতের চাচা দুরুল (২৩), রশিকনগর উচুডিহির বিলায়েতের ছেলে মুকুল (২৭) ও বিনোদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগকে (২৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন