রাহাদ হাসান মুন্না তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষক লীগের আহবায়ক কমিটির আনুমোদন দেয়া হয়েছে উপজেলা কৃষকলীগ কর্মিদের বৃহস্পতিবার (১৭ ই মে) বাংলাদেশ কৃষকলীগ বড়দল উত্তর ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ১ মাসের জন্যে আনুমোদন দেয়া হয়েছে ,
দিলুয়ার হোসেন দুলালকে আহবায়ক,শফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ন আহবায়ক,আব্দুল আলীকে যুগ্ন আহবায়ক, আলী আক্কাস যুগ্ন আহবায়ক,উজ্জল মিয়া যুগ্ন আহবায়ক।
কমিটিতে যারা সদস্য পদ পেলেন,আব্দুস সালাম,শেখ ফরিদ,আবুল কাশেম,আবুবক্কর সিদ্দিক,শাহানুর মিয়া,শাজাহান মিয়া,মোঃনুর আলম,শাহা আলম, মোজাহিদ মিয়া,জাহাঙ্গীর আলম,মোঃ জাহের মিয়া,মোঃ তাজুল ইসলাম,দুলাল মিয়া,মাসুক মিয়া,আলাল মিয়া,অর্চনা সাংমা, সপ্না আক্তার হারুন মিয়া,মোঃ তারা মিয়া,রতন মিয়া আব্দুল হামিদ ,আলম সরকার,মোঃতাজুদ আলী, পলক অজিম,মোঃ আব্দুলহাসিম,আবুল কালাম, জাহাঙ্গীর আলম, নুর মাহমুদ, সালেক মিয়া,শাহাজ উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুল মন্নাফ, আজিজুল হক, আনোয়ার আলী,শাহা আলম,
তাহিরপুর উপজেলার কৃষকলীগ কার্যালয়ের সদস্যদের সাক্ষর পত্রে তাদেরকে ১ মাসের আনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন