আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে চোরাইকৃত ৩৬ ভরি স্বর্ণালংকারসহ শ্রী নয়ন কুমার পাল (৩০) নামের এক স্বর্ণ কারিগরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নয়ন কুমার উপজেলার পাঁচুপুর পালপাড়া গ্রামের মৃত রাম চন্দ্র পালের ছেলে।
গত বুধবার দিবাগত রাতে উপজেলা সদর সাহেবগঞ্জ নিউ মার্কেটের অঞ্জলী জুয়েলার্সের দেয়াল কেটে ৪৮ ভরি স্বর্ণলংকার চুরি হয়ে যায় এই মর্মে জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত করতে গিয়ে চোরের সন্ধান পায় পুলিশ। সেই অনুযায়ী শুক্রবার ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ওই দোকানের কর্মচারি শ্রী নয়ন কুমার পালকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন বলেন, চোরাইকৃত ৩৬ ভরি স্বর্ণালংকারসহ শ্রী নয়ন কুমার পালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল শুক্রবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন