নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক বিধবার গোয়াল ঘর থেকে লক্ষাধীক টাকা মূল্যের দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত সাদেকুল ইসলামের স্ত্রী বিধাব রেহেনা বেওয়া সোমবার দিন রাতে গোয়াল ঘরে গরু দুইটি তুলে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে গরু দুইটি চুরি করে নিয়ে গেছে চোরেরা। রেহেনার নিকট আতœীয় সবুজ হোসেন জানান, গোয়াল ঘরের টিনের দরজা খুলে চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য লক্ষাধীক টাকা হবে বলে জানান তিনি।
এব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, গরু চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন